হোম > খেলা > ক্রিকেট

বাবা হারালেন রুবেল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মারা গেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বাবা। আজ নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তাঁর বাবা সিদ্দিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল।

বাব হারানোর দুঃসংবাদ দিয়ে আজ সকালে নিজের ফেসবুক পেজে রুবেল লিখেছেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’ 

জানা গেছে, এক বছরেরও বেশি সময় ধরেই পক্ষাঘাত (প্যারালাইসিস) রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন রুবেলের বাবা। একাধিকবার ব্রেন স্ট্রোক করেছিলেন সিদ্দিকুর রহমান। গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে বাবার অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন রুবেল।

রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হওয়ার পেছনে যে মানুষটা আমার জীবনে সুপারহিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবৎ প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’

দোয়া চেয়ে রুবেল আরও লিখেছিলেন, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন (আমিন)। মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সবকিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ