হোম > খেলা > ক্রিকেট

বাবা হারালেন রুবেল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মারা গেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বাবা। আজ নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তাঁর বাবা সিদ্দিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল।

বাব হারানোর দুঃসংবাদ দিয়ে আজ সকালে নিজের ফেসবুক পেজে রুবেল লিখেছেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’ 

জানা গেছে, এক বছরেরও বেশি সময় ধরেই পক্ষাঘাত (প্যারালাইসিস) রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন রুবেলের বাবা। একাধিকবার ব্রেন স্ট্রোক করেছিলেন সিদ্দিকুর রহমান। গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে বাবার অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন রুবেল।

রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হওয়ার পেছনে যে মানুষটা আমার জীবনে সুপারহিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবৎ প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’

দোয়া চেয়ে রুবেল আরও লিখেছিলেন, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন (আমিন)। মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সবকিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান