হোম > খেলা > ক্রিকেট

ওয়ার্নের মৃত্যুতে রহস্য নেই—দাবি ব্যাংকক পুলিশের, তবু হবে ময়নাতদন্ত

এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শেন ওয়ার্ন। গতকাল রাত সাড়ে ৮টায় ফক্স ক্রিকেটের এই প্রতিবেদন মুহূর্তেই নাড়িয়ে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। ওয়ার্নের মৃত্যুকে ঘিরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। থাইল্যান্ড পুলিশ অবশ্য জানিয়ে দিল, ওয়ার্নের মৃত্যুতে কোনো রহস্য নেই।

ব্যাংককের বোফাট থানার পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। সেখানকার পুলিশ কর্মকর্তা চাচাউইন নাকমুসিক জানিয়েছেন, ব্যাংকক পুলিশ ওয়ার্নের মৃত্যুকে অস্বাভাবিক বা রহস্যজনক বলে মনে করছে না। তবু  ওয়ার্নের দেহের ময়নাতদন্ত হবে। এ জন্য  এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির মরদেহ হাসপাতালে নিয়েও যাওয়া হয়েছে। যে ভিলায় ওয়ার্নের মৃত্যু হয়েছে, সেখানকার ও আশপাশের মানুষকে পুলিশ আজ জিজ্ঞাসাবাদ করবে। তবে সবকিছু মিলিয়ে এই মৃত্যুকে একেবারেই সন্দেহজনক বলে মনে করছে না ব্যাংকক পুলিশ।

এদিকে ওয়ার্নের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে  জানানো হয়, থাইল্যান্ডে মারা গেছেন তিনি। বিবৃতিতে তারা লেখে, ‘নিজের ভিলায় অচেতন অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। পরিবার এই সময়ে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করছে।’

টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট

সমাধান হয়েছে বিপিএল-ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা

দেশের ক্রিকেটে ঐক্যের ডাক দিলেন ক্রীড়া উপদেষ্টা

বিপিএল কি তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা