হোম > খেলা > ক্রিকেট

তাইজুল বলছেন, বয়স হয়েছে, বুড়ো তো হইনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে একমাত্র টেস্টে আয়ারল্যান্ড ব্যাটারদের বেশ ভুগিয়েছেন তাইজুল ইসলাম। তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আইরিশরা গুটিয়ে গেছে ২৫০ এর আগে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার জানিয়েছেন, তাঁর লক্ষ্য আরও বড়। 

প্রথম সেশন থেকেই উইকেট নেওয়া শুরু করেন তাইজুল। আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিকে এলবিডব্লু করেন প্রথম সেশন শেষ হওয়ার আগে। এরপর দ্বিতীয় সেশনে খুব দ্রুত পিটার মুর আর কার্টিস ক্যাম্ফার-এই দুই আইরিশ ব্যাটারের উইকেট নিয়েছেন। এরপর তৃতীয় সেশনে লরকান টাকার ও মার্ক অ্যাডায়ার-এই দুজনকে আউট করে পঞ্চম উইকেট নেন তাইজুল। টেস্টে এক ইনিংসে ১১ বার পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। তাইজুলের টেস্ট ক্যারিয়ারে উইকেট হয়েছে ১৭১। উইকেট সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার ইচ্ছা জানিয়ে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার বলেন, ‘মন তো চায় ৫০০-৬০০ উইকেট নিই (হাসি)। বয়সের কথা বললেন...বয়স হয়েছে, তবে বুড়ো হয়ে যাইনি তো আরকি।’ 

আয়ারল্যান্ডের ১০ উইকেটের মধ্যে ৭ উইকেট নিয়েছেন স্পিনাররা। যার মধ্যে তাইজুল ৫টি আর মিরাজ নিয়েছেন ২ টি। স্পিনাররা ভালো করার পরেও সাকিব আল হাসান বোলিংয়ে এলেন ৬৬ তম ওভারে। বাংলাদেশের অধিনায়কের কেন দেরিতে আসার কারণ জানিয়ে তাইজুল বলেন, ‘তেমন কোনো কারণ আমাদের বলেননি। হয়তো আমাদের দিয়ে করানোর ইচ্ছে ছিল ওনার। হয়তো আমরা যদি ভালো না করতাম, তাহলে উনি আসতেন।’

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের