হোম > খেলা > ক্রিকেট

মিরপুর টেস্টে ‘গার্ড অব অনার’ পেলেন আলিম দার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার হিসেবে শেষ ম্যাচ পরিচালনা করে ফেললেন আলিম দার। আজ মিরপুর টেস্টে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর পাকিস্তানি আম্পায়ারকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। তাঁদের পাশে ছিলেন আইরিশ ক্রিকেটাররাও। 

নিজের শেষ ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও সম্মাননা পেয়েছেন আলিম দার। তাঁর হাতে স্মারক তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

আলিম দার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা শুরু করেন ২০০০ সালে। আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে যুক্ত হন ২০০২ সালে। ২০০৪ সালে আম্পায়ারদের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন আলিম দার। 

গত মার্চে আইসিসির এলিট প্যানেল থেকে বিদায় নেওয়ার কথা জানান ৫৪ বছর বয়সী এই অভিজ্ঞ আম্পায়ার। এলিট প্যানেল ছাড়লেও আম্পায়ারিং ছাড়ছেন না তিনি। আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা চালিয়ে যেতে পারবেন তিনি। লম্বা আম্পায়ারিং ক্যারিয়ারে অনফিল্ডে ১৪৫ টেস্ট, ২২৫ ওয়ানডে ও ৬৯টি টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতিও পেয়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ আম্পায়ার।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ