হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার রাস্তায় আইন অমান্য করে মুখ খুললেন স্টোকস

ক্রীড়া ডেস্ক    

ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ম ভাঙার ব্যাপারে মুখ খুললেন বেন স্টোকস। ছবি: সংগৃহীত

পার্থে ৮ উইকেটে হারে ২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজ শুরু করেছে ইংল্যান্ড। মাঠের পারফরম্যান্স তো বটেই, এর বাইরেও সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। এ সময়ে ইংল্যান্ডের ক্রিকেটাররা পড়ে গেলেন পুলিশের নজরদারিতে। এই ঘটনার পর মুখ খুললেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ব্রিসবেনে ২৬ নভেম্বর পৌঁছেছে স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। সিরিজে বাজে শুরুর পর মন ফুরফুরে রাখতে একটু ব্রিসবেন শহরে ঘুরতে বেরিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস, পেসার মার্ক উড এবং উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ।এই তিন ইংলিশ ক্রিকেটার ই-স্কুটারে ঘুরছিলেন হেলমেট ছাড়া। কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী শহরে হেলমেট ছাড়া ই-স্কুটার চালিয়েই আইন লংঘন করেছেন তাঁরা। কুইন্সল্যান্ডের সড়ক আইনের ধারা ২৫৬ এ(১) অনুযায়ী, হেলমেট ছাড়া বাইক চালালে সর্বোচ্চ ১৬৬ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৩৩৩৩ টাকা।

স্টোকস-স্মিথরা কবে ঘুরতে বেরিয়েছিলেন, সে ব্যাপারে অবশ্য বিস্তারিত জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে হেলমেট ছাড়া ই-স্কুটার চালানোর ছবি ছড়িয়ে পড়লে সেটা নিয়ে হৈ চৈ পড়ে যায়। স্টোকস এটাতে দোষের কিছু দেখছেন না। গ্যাবা টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক বলেন,

‘ক্রিকেটের বাইরে অস্ট্রেলিয়া ঘোরার জন্য সবচেয়ে উপযুক্ত দেশ। এখানে অনেক কিছুই করার থাকে। সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যখন আপনার ওপর চাপ থাকবে, তখন সতেজ থাকার জন্য আপনি ঘুরতে বের হবেন। সময়টা উপভোগ করবেন। বাইরে ঘুরতে যাওয়া ও গলফ কোর্সে ঘুরতে যাওয়া, লাঞ্চ করা, কফি পান করা, স্কুটারে ঘোরার ব্যাপারে দোষের কিছু দেখছি না।’

ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা না করতে সাংবাদিকদের হুঁশিয়ারি করলেন স্টোকস। ইংলিশ অধিনায়ক বলেন,‘সংবাদমাধ্যম তাদের কাজ করছে ভালো কথা। তারা বিনয়ের সঙ্গে কাজ করুক। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে মাথা ঘামাবেন না। আমাদের কাজ আমরা করব। তারা তাদের কাজ করবে। তারা আমাদের কর্মকাণ্ড রেকর্ড করতে পারে। দলের সবার কাছে একই বার্তা যে ক্যামেরায় কী রেকর্ড হয়ে গেল, সেটা দেখে সিদ্ধান্ত নেবেন না। আমরা মানুষ। যখনই সুযোগ পাব, একটা দেশে নিজেদের উপভোগ করার অধিকার আছে। ইংল্যান্ডে অনেক ঠাণ্ডার মধ্যেও রাত চারটায় ঘুরতে বেরিয়েছি।’

অ্যাশেজের পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া আগামীকাল খেলতে নামবে। ব্রিসবেনের গ্যাবায় আগামীকাল হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে গোলাপি বলে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে চতুর্থ টেস্ট। নতুন বছরের ৩ জানুয়ারি মাঠে গড়াবে অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট।

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার

জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে নিউজিল্যান্ড