হোম > খেলা > ক্রিকেট

ট্রিপল সেঞ্চুরিতে বিকেএসপির রিফাতের রেকর্ড

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চলছে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল। সেমিতে খেলছে ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮ ও বিকেএসপি অনূর্ধ্ব-১৮। সেই ম্যাচেই এক রেকর্ড গড়ে বসলেন রিফাত বেগ। 

রিফাত খেলছেন বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে। ওপেনিংয়ে নেমে ব্যাটিং করেছেন ৬৫০ মিনিট। প্রায় ১১ ঘণ্টার ম্যারাথন ব্যাটিংয়ে করলেন অপরাজিত ৩২০ রান। তাতে বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তিও গড়ে ফেললেন তিনি। ৪৮৩ বলের ইনিংসে মেরেছেন ২৯ চার ও ৪ ছক্কা। রিফাতের ট্রিপল সেঞ্চুরির কীর্তিতে বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দল নিজেদের প্রথম ইনিংসে ৫৪৯ রানে অলআউট হয়েছে। দলটির দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেছেন আরেক ওপেনার ফাহিম মুনতাসির।

ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮ ও বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচ শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি। টস জিতে প্রথমে ব্যাটিং করে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়েছে। জবাবে ৫৪৯ রান করে বিকেএসপি পায় ৪০৬ রানের বিশাল লিড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মেট্রো তাদের দ্বিতীয় ইনিংসে ২৭.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছে ১০০ রান। ফারনাদ হোসেন রাহিন ব্যাটিং করছেন ৬৫ রানে। ৮৯ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ২ ছক্কা। আরেক ওপেনার পারভেজ ইসলাম ইমন অপরাজিত আছেন ৩০ রান করে। ইনিংস পরাজয় এড়াতে এখনো ৩০৬ রান পেছনে ঢাকা মেট্রো।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু