হোম > খেলা > ক্রিকেট

৪ মাসের বকেয়া বেতনের অপেক্ষায় থেকে মাঠে নামছে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয় নেই এমন নয়। বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় ওপরের দিকেই আছে তারা। তারপরও ঠিক মতো বেতন পাচ্ছেন না পাকিস্তান নারী দলের ক্রিকেটাররা। এক-দুই মাস নয়, চার মাসের বেতন বকেয়া পড়েছে তাঁদের। 

সেই বেতনের অপেক্ষায় থেকে আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল পাকিস্তান। আজ শারজায় টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছেন ফাতিমা সানারা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 

পাকিস্তান নারী ক্রিকেটারদের বেতন বকেয়া থাকার বিষয়টি আজ এক প্রতিবেদনে প্রকাশ করেছে ক্রিকবাজ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটটি জানিয়েছে, বোর্ডের সঙ্গে বর্তমানে ২৩ মাসের চুক্তিতে থাকলেও গত চার মাসের বেতন পাননি পাকিস্তানের মেয়েরা। এই চুক্তি শুরু হয় গত বছরের ১ আগস্ট থেকে। তবে গত বছরের এ বছরের জুন থেকে বেতন পরিশোধ করা হয়নি তাদের। এই চুক্তি শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩০ জুনে। 

বেতন পরিশোধের ব্যাপারে পিসিবি ক্রিকবাজকে বলেছে, ‘এ নিয়ে কাজ চলছে। তালিকা চূড়ান্ত এবং অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তি ১ জুলাই থেকে কার্যকর হবে। 

কবে বেতন পরিশোধ করা হবে—এ নিয়ে ক্রিকবাজকে পিসিবির এক সূত্র বলেছে, ‘খুব বেশি বিলম্ব হয়ে গেছে এবং সমস্ত বিষয়ে সমাধানের জন্য সময়ের অভাব রয়েছে।’ 

পিসিবি ছেলে ও মেয়েদের ভিন্ন ভিন্ন বেতন দিয়ে থাকে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তান পুরুষ ক্রিকেট দলেরও বেতন গত চার মাসের জন্য বাকি পড়েছিল।

ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’