সিলেটে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিগার সুলতানার সেঞ্চুরিতে বাংলাদেশের মেয়েরা জিতেছে ৭ উইকেটে। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ নারীদের ইমার্জিং দল।
সিলেট আন্ততর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৯৬ রান করে প্রোটিয়া ইমার্জিং দল। নিগার সুলতানার অপরাজিত ১০১ রানে লক্ষ্যটা ২৭ বল হাতে রেখে সহজেই টপকে যায় বাংলাদেশ। ১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ১৬ রানে ওপেনার শারমিন সুলতানার (৭) উইকেট হারায় বাংলাদেশ। আরেক ওপেনার মুরশিদা খাতুন আউট হন ২১ রান করে।
আগের ম্যাচে ভালো করা ফারজানা হক ১৫ রান করে আউট হলে ৮২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক নিগার সুলতানা ও রুমানা আহমেদ দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। প্রোটিয়া বোলারদের দারুণ সামলে দলকে এগিয়ে নেন তাঁরা । অধিনায়ক নিগার সুলতানার সেঞ্চুরিতে ৪৫.৩ ওভারে জয়ের দেখা পেয়ে যায় মেয়েরা। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে দুজন তোলেন ১০৫ রান। ৮ এপ্রিল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচ।