হোম > খেলা > ক্রিকেট

হতাশায় স্টাম্পই ভেঙে ফেললেন শান্ত!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নাজমুল হোসেন শান্তর অন্তর্ভুক্তি এমনিতে চমক জাগানিয়া। তার ওপর এই টপ অর্ডার ব্যাটার এবার খবরের শিরোনাম হলেন হতাশায় স্টাম্প ভেঙে! আনুষ্ঠানিক না হলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। আজ সেই প্রস্তুতির সময়ই নেটে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছিলেন না শান্ত।

কখনো বলের লাইন বুঝতে পারছিলেন না তো কখনো টাইমিং পাচ্ছিলেন না শান্ত। নেট বোলার ও থ্রোয়ারকে খুব একটা সাবলীলভাবে খেলতে পারছিলেন না। বেশ কিছু বলই মিস করেছেন। একটি শর্ট বলে পরাস্ত হয়ে তো কোমরেও খানিক আঘাত পান। হাফ ভলি লেংথের পরের বলটাও মিস করেন। এরপর নিজেকে আর শান্ত রাখতে পারেননি। ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন স্টাম্পে।

পরে অবশ্য নিজেই স্টাম্প লাগিয়েই আরও কিছুক্ষণ ব্যাটিং করেন। চোট পাওয়ায় বেশিক্ষণ অনুশীলন চালিয়ে যেতে পারেননি। আধ ঘণ্টার ব্যাটিং অনুশীলন শেষে ফিরেছেন ড্রেসিংরুমে। বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানা গেছে, চোট গুরুতর কিছু না। বরফ দিয়ে ব্যথা কমানো হয়েছে। 

৯ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখনো নিজের অবস্থান শক্ত করতে পারেননি শান্ত। ১৮.৫০ গড় ও ১০৪.২২ স্ট্রাইক রেটে ১৪৮ রান করেছেন তিনি। জিম্বাবুয়ে সফরে প্রত্যাশা পূরণ করতে না পেরে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছিলেন। বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন কোনো কিছুই না করে।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি