হোম > খেলা > ক্রিকেট

হাজার উইকেটে চোখ রশিদের

ক্রীড়া ডেস্ক    

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক রশিদ। ছবি: এক্স

৯ বছরের ক্রিকেট ক্যারিয়ার; এর মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার চূড়ায় অবস্থান করছেন রশিদ খান। ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় কিংবদন্তি ডোয়াইন ব্রাভোকে।

ক্রিকেটের ছোট সংস্করণে রশিদের উইকেট এখন ৬৩৩টি। সংখ্যাটিকে হাজারে নিয়ে যেতে চান আফগান লেগ স্পিনার। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের লক্ষ্যের কথা তুলে ধরলেন তিনি।

রশিদ বলেন, ‘আমি ফিট এবং ভালোই করছি। টি-টোয়েন্টিতে হাজার উইকেট পাওয়া বিশাল ব্যাপার। যদি সেটা হয়ে যায়, তাহলে অবিশ্বাস্যই লাগবে। তবে আশা করি, আমি ফিট থাকব। যদি পরবর্তী তিন-চার বছর এভাবে ক্রিকেট খেলি, তাহলে সেখানে পৌঁছাতে পারব বলে মনে করি।’

বর্তমানে এসএ টি-টোয়েন্টি এমআই কেপটাউনে খেলছেন রশিদ। ক্যারিয়ারের শুরুতে কখনোই ভাবেননি এমন এক রেকর্ডে নাম লেখাবেন তিনি। তাই চূড়ায় উঠে অপরিসীম তৃপ্তি পাচ্ছেন এই স্পিনার।

রশিদ বলেন, ‘আমার ক্যারিয়ারের দিকে তাকালে মনে হবে খুব বেশি লম্বা নয়। কেবল ৯ বছরের এবং এতটা সময়ই রেকর্ডটি ধরে রাখেন ব্রাভো। আমার জন্য এটি বিশাল অর্জন। কারণ ২০১৪-১৫ মৌসুমের দিকে যদি তাকাই, আমি কখনোই মনে করিনি বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়াব। উন্নতি ধরে রাখতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাব আমি।’

টি-টোয়েন্টিতে ৬৩১ উইকেট নেওয়া ব্রাভো জানতেন তার রেকর্ড যদি কেউ ভাঙতে পারে তাহলে সেটা রশিদই। তাই তো রশিদকে অভিনন্দন দিতে ভোলেননি তিনি।

রশিদ বলেন, ‘রেকর্ড গড়ার পর আমাদের কথা হয়েছে। তিনি খুব খুশি ছিলেন। বলেছেন আমার এসব প্রাপ্য। তিনি সব সময়ই আমার পাশে থাকেন এবং গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি যখন আফগানিস্তানের বোলিং কোচ ছিলেন একসঙ্গে অসাধারণ সময় কাটিয়েছি আমরা।’

নিজেদেরই ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল