হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপে বাংলাদেশ

এক টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার মাস দুয়েকের ব্যবধানে বেজে গেছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড খেলে সুপার টুয়েলভে যেতে হয়েছিল বাংলাদেশকে। তবে এবার সরাসরি সুপার টুয়েলভে খেলবে তারা। গত বিশ্বকাপের সুপার টুয়েলভ শেষে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল বিষয়টি। অস্ট্রেলিয়া বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে থাকা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে। অন্য দুই প্রতিপক্ষ বাছাইপর্বে গ্রুপ ‘বি’-এর জয়ী দল ও গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দল। 

বিশ্বকাপের গ্রুপ ‘এ’তে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্সআপ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান। বাকি দুটি বাছাইপর্বে গ্রুপ ‘এ’-এর জয়ী দল ও গ্রুপ ‘বি’-এর রানার্সআপ দল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামবে নিউজিল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়া। মূল পর্বের খেলা ২২ অক্টোবর শুরু হলেও বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬ অক্টোবর থেকে। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও নামিবিয়ার সঙ্গে আঞ্চলিক কোয়ালিফাইং খেলে আসা আরও চারটি দল লড়বে মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য। 

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ২৪ অক্টোবর লড়বে বাছাইপর্বে উতরে আসা গ্রুপ ‘এ’র রানার্সআপ দলের বিপক্ষে। ২৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে ৩০ অক্টোবর বাংলাদেশ খেলবে বাছাইপর্বের গ্রুপ ‘বি’ জয়ী দলের বিপক্ষে। এরপর সুপার টুয়েলভে নিজেদের শেষ দুই ম্যাচে ২ নভেম্বর ভারত আর ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’