হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে ধবলধোলাই করে ছাড়ল প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানকে ধবলধোলাই করে ছাড়ল দক্ষিণ আফ্রিকা। ছবি: এএফপি

কেপটাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের দেওয়া ৫৮ রানের লক্ষ্য ৭.১ ওভারেই তাড়া করেছে স্বাগতিকেরা। শান মাসুদ-বাবর আজম দারুণ শুরু এনে দিলেও পরের ব্যাটাররা থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ফলোঅনের পর অবশ্য ইনিংস ব্যবধানের হারের লজ্জা এড়িয়েছে তারা। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ২ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা। এবার ২-০ ব্যবধানে জিতল সিরিজ।

ফলোঅন পড়ার পর ইনিংস ব্যবধানে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল পাকিস্তানের সামনে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে ১৯৪ রানে গুটিয়ে যায় তারা। ৪২১ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান যেন প্রোটিয়াদের মনে করিয়ে দিচ্ছিল—তারা যে কতটা আনপ্রেডিক্টেবল। ওপেনিং জুটিতেই বাবর ও মাসুদ যোগ করেন ২০৫ রান। ১ উইকেটে ২১৩ রান থেকে আজ চতুর্থ দিন আবারও ব্যাটিংয়ে নামে পাকিস্তান।

আগের দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মাসুদ। আজ তিনি ফিরেছেন ১৪৫ রানে। ২৫১ বলের ইনিংসে ছিল ১৭টি চার। তারপর খুররম শেহজাদ ১৮, কামরান গুলাম ২৮, সৌদ শাকিল ২৩, মোহাম্মদ রিজওয়ান ৪১, সালমান আলী আগা ৪৮, আমের জামাল ৩৪ ও মির হামজার ব্যাট থেকে আসে ১৬ রান। একমাত্র শেষ ব্যাটার মোহাম্মদ আব্বাস রানের খাতা না খুলেই অপরাজিত থাকেন। সাইম আইয়ুব চোটে পড়ায় পাকিস্তান অবশ্য একজন ব্যাটার কম নিয়েই খেলেছে এই টেস্টে। তারপরও দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান তুলেছে পাকিস্তান। পুঁজি পায় ৫৭ রানের। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ নিয়েছেন ৩টি করে উইকেট।

৫৮ রানের লক্ষ্য তাড়ায় নামে রীতিমতো তাণ্ডব চালান দুই প্রোটিয়া ওপেনার ডেভিড বেডিংহাম ও এইডেন মার্করাম। বেডিংহাম ৩০ বলে ৪৪ ও ১৩ রানে অপরাজিত থাকেন মার্করাম। জিততে লেগেছে তাদের ৭.১ ওভার। অর্থাৎ ওভারপ্রতি রান তুলছে ৮.০৯ হারে।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা