হোম > খেলা > ক্রিকেট

টস করতে নেমেই জিতলেন মিরাজ, ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি: ওয়ালটনের সৌজন্যে

শারজায় আজ বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডেটা ‘অলিখিত ফাইনাল’। এই ‘ফাইনালের’ আগেই সকাল বেলা দুঃসংবাদ শুনল বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিটকে গেছেন। ‘ফাইনালে’ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। টস করতে নেমেই জিতলেন মিরাজ।

ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে খেলতে নেমেই দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে ‘ভাগ্যবান’ মনে করছেন মিরাজ। কারণ অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশকে নেতৃত্ব দিলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করতে লেগেছে ৮ বছর। টস জিতে তিনি নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তিন সংস্করণ মিলে আজ বাংলাদেশের ২৩তম অধিনায়ক হয়েছেন মিরাজ।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওয়ানডেতে অভিষেক হয়েছে নাহিদ রানার। এক বছর পর ওয়ানডেতে জাকির হাসান ফিরলেন এই ম্যাচেই। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন নাসুম আহমেদ। ব্যাটিংয়েও পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে নাসুমের।

বাংলাদেশের পেস আক্রমণে নাহিদের সঙ্গে থাকছেন দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে থাকছেন তাওহীদ হৃদয়। সৌম্যও খণ্ডকালীন পেসারের দায়িত্ব পালন করতে পারেন। তৃতীয় ওয়ানডের একাদশ থেকে বিশ্রামে তাসকিন আহমেদ।

আফগানিস্তান ‘ফাইনাল’ খেলেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। সেদিকউল্লাহ আতালের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ। একাদশে স্বীকৃত চার স্পিনার রেখেছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, রশিদ খানের সঙ্গে স্পিনে থাকছেন আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা

আফগানিস্তানের একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদ্দিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, মোহাম্মদ গাজানফার, নাঙ্গেলিয়া খারোটে, ফজলহক ফারুকি

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড