হোম > খেলা > ক্রিকেট

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ মেয়েরা

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম চার টি-টোয়েন্টি আগেই হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেটে আজ পঞ্চম টি-টোয়েন্টি নিগার সুলতানা জ্যোতির দলের কাছে ধবলধোলাই এড়ানোর ম্যাচ। শেষ ম্যাচে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ভারত। 

ধবলধোলাই এড়ানোর ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এনেছে। একাদশে এসেছেন সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা ইসলাম তৃষ্ণা। বাদ পড়েছেন মারুফা আকতার, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম। নেতৃত্বের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্বেও থাকছেন জ্যোতি। সোবহানা, জ্যোতির পাশাপাশি দিলারা আকতার দোলা, রুবিয়া হায়দার, রিতু মনি থাকছেন ব্যাটিং লাইন আপে। শেষের দিকে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার। সহঅধিনায়ক নাহিদা আকতারের সঙ্গে বোলিং আক্রমণে থাকছেন সুলতানা, রাবেয়া খান ও তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে দুই হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।  

হারমানপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। ভারত নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই। শেফালি ভার্মা, দীপ্তি শর্মার মতো দুই তারকা অলরাউন্ডার আছেন ভারতের একাদশে।

বাংলাদেশের একাদশ  
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার দোলা, রিতু মনি, রুবিয়া হায়দার, শরীফা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা 

ভারতের একাদশ  
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দয়ালান হেমলতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, তিতাস সাধু, রাধা যাদব, আশা সোবহানা

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ