হোম > খেলা > ক্রিকেট

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ মেয়েরা

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম চার টি-টোয়েন্টি আগেই হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেটে আজ পঞ্চম টি-টোয়েন্টি নিগার সুলতানা জ্যোতির দলের কাছে ধবলধোলাই এড়ানোর ম্যাচ। শেষ ম্যাচে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ভারত। 

ধবলধোলাই এড়ানোর ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এনেছে। একাদশে এসেছেন সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা ইসলাম তৃষ্ণা। বাদ পড়েছেন মারুফা আকতার, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম। নেতৃত্বের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্বেও থাকছেন জ্যোতি। সোবহানা, জ্যোতির পাশাপাশি দিলারা আকতার দোলা, রুবিয়া হায়দার, রিতু মনি থাকছেন ব্যাটিং লাইন আপে। শেষের দিকে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার। সহঅধিনায়ক নাহিদা আকতারের সঙ্গে বোলিং আক্রমণে থাকছেন সুলতানা, রাবেয়া খান ও তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে দুই হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।  

হারমানপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। ভারত নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই। শেফালি ভার্মা, দীপ্তি শর্মার মতো দুই তারকা অলরাউন্ডার আছেন ভারতের একাদশে।

বাংলাদেশের একাদশ  
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার দোলা, রিতু মনি, রুবিয়া হায়দার, শরীফা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা 

ভারতের একাদশ  
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দয়ালান হেমলতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, তিতাস সাধু, রাধা যাদব, আশা সোবহানা

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন