হোম > খেলা > ক্রিকেট

ভারত-নিউজিল্যান্ডের পর এবার দক্ষিণ আফ্রিকাও 

নারী-পুরুষ সমান ম্যাচ ফির ঘোষণা গত বছর দিয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এবার তাদের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এখন থেকে দক্ষিণ আফ্রিকার ছেলে-মেয়ে উভয় ক্রিকেটাররাই সমান বেতন পাবেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে নারী-পুরুষ উভয়েরই সমান ম্যাচ ফির ঘোষণা গতকাল দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকার ছেলে ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য পেয়ে থাকেন সাড়ে ৪ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪ লাখ ৯৩ হাজার টাকা। প্রত্যেক ওয়ানডের জন্য ১ হাজার ২০০ ডলার (১ লাখ ৩১ হাজার টাকা) এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতি ম্যাচের জন্য ৮০০ ডলার (৮৭ হাজার ৭২১ টাকা) পেয়ে থাকেন প্রোটিয়া ছেলে ক্রিকেটাররা। 

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও সুবিধা পাচ্ছেন নারী ক্রিকেটাররা। ১১ ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হবে। আগে চুক্তিতে ছিলেন ছয় ক্রিকেটার। গত দুই বছরে মেয়েদের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডে ২০২২ বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। আর এ বছর ঘরের মাঠে আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল প্রোটিয়ারা। ছেলে-মেয়ে সব ধরনের ক্রিকেটে এটাই দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবার কোনো দলের ফাইনাল। 

এ ছাড়া আইসিসি ইভেন্টে নারী-পুরুষ উভয় ক্রিকেটাররা সমান প্রাইজমানি পাবেন। গত জুলাইয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থা তা ঘোষণা করেছে। ২০৩০-এর মধ্যে তা কার্যকর হবে। ২০২০ ও ২০২৩ নারীদের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৯৪ লাখ টাকা)। দুই টুর্নামেন্টেই রানার্সআপ দল পেয়েছিল ৫ লাখ ডলার (৫ কোটি ৪৭ লাখ টাকা)। আর ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৩৫ লাখ ডলার (৩৮ কোটি ৩০ লাখ টাকা)। এর আগে ২০১৭ সালে ছিল ২০ লাখ ডলার (২১ কোটি ৮৮ লাখ টাকা)।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা