হোম > খেলা > ক্রিকেট

বদলে যেতে পারে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচিও 

গত দুই বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে বেশ দেরিতে। তার মধ্যে আসছে একের পর সূচি পরিবর্তনের সুপারিশ। ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদলে যাচ্ছে। আর সেটি বদলাতে গিয়ে অন্যান্য সূচি বদলানোর যৌক্তিকতাও এসে পড়ছে। 

প্রাথমিকভাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ভারত-পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের সূচি বদলে যেতে পারে। কিন্তু এ দুই ম্যাচের সূচি বদলাতে গিয়ে এমন এক পরিস্থিতির মুখোমুখি আইসিসি, এ পরিস্থিতিতে হয়তো পাকিস্তানের ৯টি ম্যাচেরই সূচি বদলে যেতে পারে। 

আপাতত পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচি বদলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। নবরাত্রির কারণে নিরাপত্তার ব্যাপার জড়িত থাকায় ১৫ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন আসতে পারে। পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ পরিবর্তনের কারণও কি নিরাপত্তা? পিটিআইয়ের বরাতে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কলকাতা পুলিশ নাকি সিএবিকে ১২ নভেম্বরের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছে। ওই দিন কালীপূজা হওয়ার কারণে ম্যাচের ভেন্যু কলকাতায় নিরাপত্তা বাহিনী এমনিতেই চাপে থাকবে। এই পরিস্থিতিতে ওই দিন ম্যাচের নিরাপত্তা দেওয়াটা তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। তাই ইডেন গার্ডেনসে ১২ নভেম্বর পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ