হোম > খেলা > ক্রিকেট

বদলে যেতে পারে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচিও 

গত দুই বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে বেশ দেরিতে। তার মধ্যে আসছে একের পর সূচি পরিবর্তনের সুপারিশ। ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদলে যাচ্ছে। আর সেটি বদলাতে গিয়ে অন্যান্য সূচি বদলানোর যৌক্তিকতাও এসে পড়ছে। 

প্রাথমিকভাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ভারত-পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের সূচি বদলে যেতে পারে। কিন্তু এ দুই ম্যাচের সূচি বদলাতে গিয়ে এমন এক পরিস্থিতির মুখোমুখি আইসিসি, এ পরিস্থিতিতে হয়তো পাকিস্তানের ৯টি ম্যাচেরই সূচি বদলে যেতে পারে। 

আপাতত পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচি বদলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। নবরাত্রির কারণে নিরাপত্তার ব্যাপার জড়িত থাকায় ১৫ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন আসতে পারে। পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ পরিবর্তনের কারণও কি নিরাপত্তা? পিটিআইয়ের বরাতে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কলকাতা পুলিশ নাকি সিএবিকে ১২ নভেম্বরের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছে। ওই দিন কালীপূজা হওয়ার কারণে ম্যাচের ভেন্যু কলকাতায় নিরাপত্তা বাহিনী এমনিতেই চাপে থাকবে। এই পরিস্থিতিতে ওই দিন ম্যাচের নিরাপত্তা দেওয়াটা তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। তাই ইডেন গার্ডেনসে ১২ নভেম্বর পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে