অলরাউন্ড নৈপুণ্যে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচসেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে এই খুশির দিনেও দুঃসংবাদ শুনেছেন জাদেজা। বল বিকৃতির অপরাধে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে।
আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন জাদেজা। একই সঙ্গে জাদেজাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ভারতীয় বাহাতি স্পিনিং অলরাউন্ডারকে এই শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। জাদেজা তাঁর অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। অন ফিল্ড আম্পায়ার নিতিন মেনন, রিচার্ড ইলিংওয়ার্থ, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার কেএন অনন্তপদ্মানাভন-এদেরকেও শাস্তি দেওয়া হয়েছে।
বল বিকৃতির ঘটনা ঘটেছিল নাগপুর টেস্টের প্রথম দিন। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ৪৬ তম ওভারের সময় এমন ঘটনা ঘটিয়েছিলেন জাদেজা। অন ফিল্ড আম্পায়ারদের অনুমতি ছাড়া বাঁ হাতের তর্জনীতে ব্যথানাশক ক্রিম লাগিয়েছিলেন ভারতীয় এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।