হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের এবার আইপিএল নিয়েও শঙ্কা

বাঁহাতের বৃদ্ধাঙ্গুলের চোটে বেশ ভুগছেন ডেভন কনওয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি, টেস্ট তো খেলা হয়নি। এবার তাঁর শঙ্কা জেগেছে ২০২৪ আইপিএলে খেলা নিয়েও। 

১৭তম আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। প্রথম ম্যাচেই তার দল চেন্নাই সুপার কিংস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না তিনি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, এই সপ্তাহে তাঁর বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচার করা হবে। তাতে কমপক্ষে ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে কনওয়ে। সেই হিসেবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাঁর খেলা হচ্ছে না আইপিএল। 

কনওয়ে বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে কনওয়ে চোট পান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ২৩ ফেব্রুয়ারি অকল্যান্ডের সেই ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্বে ছিলেন কিউই এই ব্যাটার। এর আগের দিন (২২ ফেব্রুয়ারি) এবারের আইপিএলের আংশিক সূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত হবে ২১ ম্যাচ। এই সময় চেন্নাই সুপার কিংস খেলবে চার ম্যাচ। 

আইপিএলের দ্বিতীয় ভাগের সূচি ঘোষণা নির্ভর করছে ভারতের নির্বাচন কমিশনের ওপর। এপ্রিল-মে মাসে ভারতের নির্বাচন হওয়ার কথা। প্লে অফের চার ম্যাচসহ এবারের আইপিএলে হবে ৭৪ ম্যাচ। ২৬ মে আইপিএলের ফাইনাল হওয়ার কথা। এরপর ১ জুন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে যৌথভাবে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে তৈরি ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...