হোম > খেলা > ক্রিকেট

সাকিব কেন কম বোলিং করেছেন, জানেন না ডোনাল্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রিকেটার সাকিব আল হাসানকে চাইলে রহস্যমানবও বলতে পারেন! কখন তিনি কী করবেন, অনুমান করা সত্যি কঠিন। মিরপুর টেস্টের প্রথম দিনে বোলিং করতে এলেন ৬৬ তম ওভারে। আবার দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারে আক্রমণে এসে চতুর্থ বলেই শিকার করেন উইকেট। 

দ্বিতীয় দিন শেষ বিকেলে ৩ ওভার বোলিং করে দুই মেডেনসহ ১১ রান দিয়ে নেন দুই উইকেট। কিন্তু আজ তৃতীয় দিনে সাকিব মাত্র ৬ ওভার বল করলেন। দলের সবচেয়ে ক্রিকেটারদের একজন তিনি, সঙ্গে টেস্টের অধিনায়কও। কেনইবা সাকিব বল করলেন না, দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দিতে পারেননি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও, ‘এটা স্বীকার করতে হবে, এ নিয়ে আমার কোনো ধারণা নেই।’ 

এর পরই সাকিব ফিট আছেন কি না, এমন প্রশ্নে দক্ষিণ আফ্রিকান কোচ বলেন, ‘তাকে দেখে তো ফিটই মনে হয়েছে। কয়েকবার এসেছে (ড্রেসিংরুমে)। কিন্তু সেটা শুধু বাথরুম ব্রেকে। আমি নিশ্চিত না, হয়তো সে বাকিদের কাজটা করার সুযোগ দিয়েছে। আমি আসলে সত্যিই জানি না সে কেন আজ যথেষ্ট বল করেনি।’ 

তৃতীয় দিনে দারুণ লড়াই করেছে আয়ারল্যান্ড। সারাদিনে তারা হারিয়েছে কেবল ৪ উইকেট, স্কোরে জমা করেছে ২৫৯ রান। বাংলাদেশের বোলাররা সেভাবে চাপ তৈরি করতে পারেননি আইরিশ ব্যাটারদের ওপর। সাকিব যথেষ্ট বল না করায় কি কাজটা কঠিন হয়ে গেল কি না? 

ডোনাল্ড বললেন, ‘সাকিব যেটা অসাধারণ করে তাতে একটা পাশ চুপ করিয়ে দেয়। কারণ সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। যদিও দিনভর খুব বড় টার্ন ছিল না। আমার মনে হয় ও বোলিংয়ে একটা পাশ নিয়ন্ত্রণ করতে পারে। আমি অন্য ছেলেদের দিকেও ফিরে যেতে চাই। মিরাজ, তাইজুল, তিনজন পেসার তাদের সেরা চেষ্টা করেছে। তারা এখন ১৩০ রান এগিয়ে আছে। আগামীকাল আমাদের দ্রুত উইকেট নিতে হবে।’

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা