হোম > খেলা > ক্রিকেট

কলম্বোতে কাঁপছে বাংলাদেশ, ওয়ানডে সিরিজে শক্তিশালী দল ঘোষণা শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২ জুলাই। ছবি: ক্রিকইনফো

কলম্বোতে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। ব্যাটিং, বোলিংয়ে দাপট দেখিয়ে খেলছে লঙ্কানরা। বাংলাদেশ যখন কলম্বোতে কাঁপছে, শ্রীলঙ্কা তখন ঘোষণা করেছে ওয়ানডে সিরিজের দল।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ওয়ানডেতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। ১৬ সদস্যের দলে স্বীকৃত চার স্পিনারের মধ্যে আছেন দুই লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও জেফরি ভ্যান্ডারসে। দলে আছেন বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। অপর স্পিনার হলেন মাহিশ তিকশানা। বাঁহাতি ব্যাটার কামিন্দু মেন্ডিসের খন্ডকালীন স্পিন বোলিংও ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারে।

টপ অর্ডারে পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিসের মতো তারকাদের সঙ্গে থাকছেন নিশান মাদুশকা। মিডল অর্ডারে অধিনায়ক আসালাঙ্কার সঙ্গে সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়ানাগে, কামিন্দুরা আছেন। হাসারাঙ্গাও ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। পেস বোলিং লাইনআপে বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কর পাশাপাশি থাকছেন আসিথা ফার্নান্দো, ইশান মালিঙ্গারা। লিয়ানাগেও কয়েক ওভার পেস বোলিং করতে পারেন। চট্টগ্রামে গত বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরির কীর্তি রয়েছে তাঁর।

বাংলাদেশ সিরিজের আগে শ্রীলঙ্কা সর্বশেষ ওয়ানডে খেলেছিল ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই সিরিজের দলে থাকা নুয়ানিদু ফার্নান্দো, লাহিরু কুমারা ও মোহাম্মদ সিরাজ বাদ পড়েছেন। তাঁদের জায়গায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে এসেছেন সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশকা ও মিলান রত্নায়েকে।

২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে। ওয়ানডে সিরিজের আগে কলম্বোতে যে টেস্ট চলছে,সেটাতে এখন ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ এখনো ৯৬ রানে পিছিয়ে । ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ১১৫ রানে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের দল

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়ানাগে, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, দিলশান মাদুশঙ্ক, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকশানা, আসিথা ফার্নান্দো, ইশান মালিঙ্গা, দুনিথ ভেল্লালাগে

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের