হোম > খেলা > ক্রিকেট

চমক ছাড়াই টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিশ্বকাপ দলে কোনো নতুন চমক রাখেননি নির্বাচকেরা। গত এক বছরে ঘুরেফিরে যাঁরা খেলেছেন, তাঁদের মধ্য থেকেই দল ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সেই ইঙ্গিতও অবশ্য দিয়ে রেখেছিলেন নির্বাচকেরা। ১৫ সদস্যের দলের ছয়জনই এবার প্রথমবার বিশ্বকাপ খেলতে যাবেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলা বাঁহাতি পেসার শরীফুল ইসলামের সঙ্গে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়ার তালিকায় আছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

বিশ্বকাপ থেকে আগেই নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তামিম ইকবাল। স্বাভাবিকভাবেই তাই দলে নেই এই অভিজ্ঞ ওপেনার। নিউজিল্যান্ড সিরিজের ১৯ সদস্যের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। কিউইদের বিপক্ষে স্কোয়াডে থাকা রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব থাকছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

আগামী ১৭ অক্টোবর ওমানে বাছাইপর্ব দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। সরাসরি সুযোগ পাওয়া র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল ও বাছাইপর্বের চার দলসহ মোট ১২ দল নিয়ে হবে সুপার টুয়েলভ। এই ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে। মূল পর্ব শুরু হবে আগামী ২৩ অক্টোবর।   

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, ও নাসুম আহমেদ।

রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ