হোম > খেলা > ক্রিকেট

নেটে মুজিবকে খেলে আফগান সিরিজের প্রস্তুতি নিতে চান সোহান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবারের বিপিএল ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের রহস্য স্পিনার মুজিব উর রহমান। ঢাকা পর্বে বরিশালের প্রথম তিন ম্যাচে ছিলেন না মুজিব। চট্টগ্রামে আজই দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা তাঁর। আগামী শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই আফগান স্পিনারের এবারের বিপিএল যাত্রা শুরু হওয়ার কথা। 

বিপিএল-আইপিএল-বিগ ব্যাশ-পিএসএলসহ বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে সরব উপস্থিতি মুজিবের। বোলিংয়ে দুর্দান্ত নিয়ন্ত্রণের সঙ্গে চমকপ্রদ বৈচিত্র্য এর মধ্যে দারুণ সাড়া ফেলেছেন ২০ বছর বয়সী এই অফ স্পিনার। বাংলাদেশের ব্যাটারদের জন্যও এক রহস্যের নাম মুজিব। বিপিএল শেষ হলেই বাংলাদেশে আসবে আফগানরা। তিনটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে খেলার কথা এই সফরে। 

এই সিরিজকে সামনে রেখে নেটে বেশি বেশি খেলে মুজিবকে আত্মস্থ করতে চান বরিশালের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। আজ দলের অনুশীলন শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুজিবের প্রসঙ্গ উঠতে সোহান জানালেন, ‘অবশ্যই চাইব যে তাকে যেন নেটে বেশি বেশি খেলতে পারি। তাহলে হয়তো আমাদের ব্যাটাররা যারা আছে, তাদের জন্য অনেকটা সহজ হবে। তার বোলিংটা সম্পর্কে সবার একটা ধারণা থাকবে।’ 

ঢাকায় তিন ম্যাচের একটি জিতে চট্টগ্রাম গেছে বরিশাল। দল নিয়ে সোহান জানালেন, ‘শেষ দুটো ম্যাচ হেরে একটু পেছনে পড়ে গেছি। এখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। উইকেট ভালো থাকলে একটা টি-টোয়েন্টি ম্যাচে সবাই বড় স্কোর আশা করে। অবশ্যই চেষ্টা করব আমরা যাতে একটা দল হিসেবে খেলতে পারি। যাতে আমরা আবার জয়ের ধারায় ফিরতে পারি।’

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা