হোম > খেলা > ক্রিকেট

ফারজানার সেঞ্চুরিতে সহজ জয় আবাহনীর

ক্রীড়া ডেস্ক    

ফারজানা হক পিংকির সেঞ্চুরিতে সহজ জয় আবাহনীর। ছবি: ফাইল ছবি

আগের ম্যাচে শেলটেক ক্রিকেট একাডেমির বিপক্ষে নড়বড়ে নব্বইতে থামতে হয়েছিল ফারজানা হক পিংকির। অসাধারণ এক ইনিংসে সেঞ্চুরির আক্ষেপ পরের ম্যাচেই মেটালেন এ ওপেনার। আজ ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে ১৬১ রানে জেতা আবাহনী।

ম্যাচে আবাহনীর হয়ে ফারজানা খেলেছেন ১০১ রানের ঝকঝকে এক ইনিংস। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার দিলারা দোলার ৫৯, ফারজানার ১৩০ বলে ৭ চারে অপরাজিত ১০১ ও স্বর্ণা আক্তারের ৪৮ বলে ৮১ রানের সৌজন্যে ৩ উইকেটে ৩১১ রান তোলে আবাহনী। ৩১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪৭.৪ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় আনসার-ভিডিপি।

বিকেএসপির ৩ নম্বর মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে মোহামেডান। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৪ ওভারে ৮৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ পুলিশ। জেসিয়া আক্তারের ফিফটির কল্যাণে ১০.৪ ওভারে অনায়াসে ৮৮ রানের লক্ষ্য তাড়া করে মোহামেডান।

বিকেএসপির বিপক্ষে ২ উইকেটে কষ্টার্জিত জয়ে পেয়েছে গুলশান ইয়ুথ ক্লাব। বিকেএসপির দেওয়া ১৭৮ রানের লক্ষ্য ৮ উইকেট হারিয়ে ২৭ বল হাতে রেখেই তাড়া করে গুলশান। লিগে গুলশানের এটি হ্যাটট্রিক জয়। আরেক ম্যাচে কলাবাগানকে (২১৮ /৩) ৬ উইকেটে হারিয়েছে খেলাঘর (২২০ /৪)।

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী