হোম > খেলা > ক্রিকেট

‘গায়ানার উইকেট চরম হতাশ করেছে আমাদের’

বাংলাদেশের কাছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর উইকেট নিয়ে হতাশার কথা লুকাননি নিকোলাস পুরান। শেষ ওয়ানডে হারের পর সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জানিয়েছেন এই উইকেট তাদের হতাশ করেছে। 

গায়ানার উইকেট অনেকটা উপমহাদেশের উইকেটের মতো। এখানে টসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনটি ম্যাচেই টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। অধিনায়ক তামিম আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে অল্প রানে বেধে ফেলে রান তাড়া করে ম্যাচ জিতেছে। কোনো ম্যাচেই দুই শ ছুঁতে পারে ক্যারিবীয়রা। দ্বিতীয়টিতে তো ১০৮ রানেই গুটিয়ে গেছে পুরানের দল।

ওয়েস্ট ইন্ডিজের স্কোরই বলে দিচ্ছে রান পেতে কতটা ভুগতে হয়েছে তাদের ব্যাটারদের। এ প্রসঙ্গে পুরান বলেন, ‘ উইকেট থেকে আমরা কোনোরকম সহায়তা পাইনি। দলে কারা খেলেছে সেটা গুরুত্বপূর্ণ নয় , একটা দল হিসেবেই আমরা হতাশ এমন উইকেট পেয়ে। এখানে আমরা সব সময় ব্যাটিং সহায়ক উইকেটে খেলি এবং দারুণ করি। শুধু ব্যাটিং উইকেটে নয় যেকোনো ভালো উইকেটেই আমরা দারুণ করি।’ 

পুরানের এই কথাগুলো থেকেই স্পষ্ট গায়ানার উইকেট কতটা ভুগিয়েছে ক্যারিবীয়দের। আগে ব্যাটিং করা যেকোনো দল যখন প্রতিপক্ষকে বড় সংগ্রহ ছুড়ে দিতে চায় সেখানে পুরানদের পরিকল্পনা ছিল ৫০ ওভার ব্যাটিং করা। সেটিও শেষ পর্যন্ত করতে পারেননি তারা। 

উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমরা শুধু ৫০ ওভার ব্যাটিং করতে চেয়েছি। এটাই আমাদের মূল পরিকল্পনা ছিল। সত্যি বলতে আমরা প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য বেধে দেব এমন ভাবনা নিয়ে ব্যাটিং করিনি। আমরা দ্রুত উইকেটটা বোঝার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যই ছিল ৫০ ওভার পর্যন্ত টিকে থেকে। তবু তৃতীয় ওয়ানডেতে ১ ওভার বাকি থাকতেই অল আউট হয়েছি।’ 

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা