হোম > খেলা > ক্রিকেট

‘গায়ানার উইকেট চরম হতাশ করেছে আমাদের’

বাংলাদেশের কাছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর উইকেট নিয়ে হতাশার কথা লুকাননি নিকোলাস পুরান। শেষ ওয়ানডে হারের পর সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জানিয়েছেন এই উইকেট তাদের হতাশ করেছে। 

গায়ানার উইকেট অনেকটা উপমহাদেশের উইকেটের মতো। এখানে টসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনটি ম্যাচেই টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। অধিনায়ক তামিম আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে অল্প রানে বেধে ফেলে রান তাড়া করে ম্যাচ জিতেছে। কোনো ম্যাচেই দুই শ ছুঁতে পারে ক্যারিবীয়রা। দ্বিতীয়টিতে তো ১০৮ রানেই গুটিয়ে গেছে পুরানের দল।

ওয়েস্ট ইন্ডিজের স্কোরই বলে দিচ্ছে রান পেতে কতটা ভুগতে হয়েছে তাদের ব্যাটারদের। এ প্রসঙ্গে পুরান বলেন, ‘ উইকেট থেকে আমরা কোনোরকম সহায়তা পাইনি। দলে কারা খেলেছে সেটা গুরুত্বপূর্ণ নয় , একটা দল হিসেবেই আমরা হতাশ এমন উইকেট পেয়ে। এখানে আমরা সব সময় ব্যাটিং সহায়ক উইকেটে খেলি এবং দারুণ করি। শুধু ব্যাটিং উইকেটে নয় যেকোনো ভালো উইকেটেই আমরা দারুণ করি।’ 

পুরানের এই কথাগুলো থেকেই স্পষ্ট গায়ানার উইকেট কতটা ভুগিয়েছে ক্যারিবীয়দের। আগে ব্যাটিং করা যেকোনো দল যখন প্রতিপক্ষকে বড় সংগ্রহ ছুড়ে দিতে চায় সেখানে পুরানদের পরিকল্পনা ছিল ৫০ ওভার ব্যাটিং করা। সেটিও শেষ পর্যন্ত করতে পারেননি তারা। 

উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমরা শুধু ৫০ ওভার ব্যাটিং করতে চেয়েছি। এটাই আমাদের মূল পরিকল্পনা ছিল। সত্যি বলতে আমরা প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য বেধে দেব এমন ভাবনা নিয়ে ব্যাটিং করিনি। আমরা দ্রুত উইকেটটা বোঝার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যই ছিল ৫০ ওভার পর্যন্ত টিকে থেকে। তবু তৃতীয় ওয়ানডেতে ১ ওভার বাকি থাকতেই অল আউট হয়েছি।’ 

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি