হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে বিরল কীর্তি ১৪ বছর বয়সী ভারতীয় ক্রিকেটারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশী রেকর্ডের পর রেকর্ড গড়ছে। ছবি: আইপিএল

আইপিএলে সব বড় বড় ক্রিকেট তারকাদের সম্মিলেন। তাঁদের ভিড়েই সব আলো কেড়ে নিচ্ছে ১৪ বছর বয়সী এক বিস্ময় বালক। আজ রাতে জয়পুরে সে কী করেছে, দেখুন:

  • সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি সেঞ্চুরি।
  • ভারতীয়দের মধ্যে আইপিএলের দ্রুততম সেঞ্চুরি (৩৫ বলে)।
  • আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

রেকর্ডগুলো বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর। যে আইপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড গড়েছে মাত্র ৩৫ বল খেলে। সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি সেঞ্চুরি করার রেকর্ডও নিজের করে নিয়েছে। তার এই অবিশ্বাস্য ইনিংসে রাজস্থান রয়্যালস মাত্র ১৫.৫ ওভার ও ৮ উইকেট হাতে রেখে গুজরাট টাইটানসের ২১০ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে।

বৈভব সূর্যবংশীর দুর্দান্ত পাওয়ার-হিটিং রাজস্থানকে তাদের পাঁচ ম্যাচের হারের বৃত্ত ভাঙতে সাহায্য করেছে এবং ২০২৫ আইপিএল প্লে-অফের দৌড়েও টিকে থাকতে বড় ভূমিকা রেখেছে। মাত্র ১৭ বলে আইপিএল ২০২৫-এর দ্রুততম ফিফটি করেও রেকর্ড গড়েছে সূর্যবংশী। শেষ পর্যন্ত সে থেমেছে ৩৮ বলে ১০১ রান করে।

সূর্যবংশীকে যশস্বী জয়সওয়াল গুরুত্বপূর্ণ সঙ্গ দিয়ে ৪০ বলে ৭০ রান করেন, তাতেই রাজস্থান সহজেই জয়ের প্রান্তে পৌঁছে যায়।

এর আগে শুভমান গিল গুজরাট টাইটান্সের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন। জস বাটলার ২৬ বলে ফিফটি হাঁকিয়ে দলকে ২০৯/৪ রানে পৌঁছে দেন। কিন্তু এই রানই মামুলি বানিয়ে ফেলে বিস্ময় বালক সূর্যবংশী।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার