হোম > খেলা > ক্রিকেট

ড. ইউনূসের সঙ্গে শান্তরা দেখা করতে যাচ্ছেন কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানকে টেস্টে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ দলকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়ার কথাও বলেছিলেন ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে শান্তদের।

বিসিবি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আগামীকাল দুপুরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পাকিস্তানে ইতিহাস গড়া সিরিজের নায়কদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে থাকবেন বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদও।

৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই নিশ্চিত করে বাংলাদেশ। টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে বাংলাদেশের প্রথমবার ধবলধোলাইয়ের অভিজ্ঞতা এটি। তখনই শান্তকে ফোন করে ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’

পাকিস্তানে ইতিহাস গড়ার পর ৪ সেপ্টেম্বর মধ্যরাতে দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দেওয়া হয় শান্তদের। মিষ্টিমুখ করেন শান্ত-মুমিনুল হক-মুশফিকুর রহিমরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত তখন সাংবাদিকদের বলেছেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি দেখা করতে চেয়েছেন।’

কাল দেখা করে হত্যা মামলায় সাকিব আল হাসানের নাম আসার বিষয়টি নিয়েও ড. ইউনূসের সঙ্গে শান্ত কথা বলতে পারেন।

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ