হোম > খেলা > ক্রিকেট

মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় দিনটাও ইংল্যান্ডের

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বেশ দাপট দেখিয়ে খেলছে ইংল্যান্ড। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে ইংলিশরা। দ্বিতীয় দিন শেষে ৯৮ রানে এগিয়ে গেছে ইংল্যান্ড।

৩ উইকেটে ৩৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। যেখানে ৩১ রানেই প্রথম ৩ উইকেট হারিয়ে বসে কিউইরা। চতুর্থ উইকেটে নেইল ওয়াগনার ও ডেভন কনওয়ে ৫১ রানের জুটি গড়েন। আক্রমণাত্মক ওয়াগনারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড। ৩২ বলে ২৭ রান করেন কিউই এই টেলএন্ডার ব্যাটার। ওয়াগনারের পর দ্রুত ড্যারিল মিচেলেরও উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা। রানের খাতা খোলার আগেই ওলি রবিনসনের এলবিডব্লুর শিকার হন মিচেল।

ওয়াগনার, মিচেলের দ্রুত বিদায়ে নিউজিল্যান্ডের উইকেট দাঁড়ায় ৫ উইকেটে ৮৩ রান। এরপর ষষ্ঠ উইকেটে আরও একটি বড় জুটি গড়তে অবদান রাখেন কনওয়ে। টম ব্লান্ডেলের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৭৫ রানের জুটি গড়েন কনওয়ে। বেন স্টোকসকে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ওলি পোপের তালুবন্দী হন কনওয়ে। ১৫১ বলে ৭৭ রান করেন কিউই এই বাঁহাতি ব্যাটার। এরপর টেলএন্ডারদের নিয়ে একাই লড়ে গেছেন ব্লান্ডেল। সাদা পোশাকের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৩৮ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটার। ৩০৬ রানে থেমে যায় কিউইদের প্রথম ইনিংস। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওলি রবিনসন।

১৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও আক্রমণাত্মক শুরু করেছে ইংল্যান্ড। ৫৬ বলে ৫২ রানের উদ্বোধনী জুটি গড়েছেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ২৫ রান করা ডাকেটকে ফিরিয়ে জুটি ভাঙেন ব্লেয়ার টিকনার। আরেক ওপেনার ক্রলিও দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। ২৮ রান করা ক্রলির উইকেট নেন স্কট কুগলেইন। ৬৮ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষ করে ২ উইকেটে ৭৯ রানে। পোপ ১৪ রান করে অপরাজিত আছেন এবং ব্রড ২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি