হোম > খেলা > ক্রিকেট

সেমিতে যেতে ইংল্যান্ডের লক্ষ্য ১৪২ রান

শ্রীলঙ্কাকে হারালেই সেমিফাইনাল—এমন সমীকরণ বিবেচনায় নিয়েই সিডনিতে আজ খেলছে ইংল্যান্ড। আর এই ম্যাচে ইংল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।

সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাংকা। তবে তা আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। চতুর্থ ওভারের শেষ বলে মেন্ডিসকে ফিরিয়ে দেন ক্রিস ওকস। দলীয় ৩৯ রানেই ভেঙে যায় লঙ্কানদের উদ্বোধনী জুটি। মেন্ডিসের বিদায়ের পর উইকেটে আসেন ধনঞ্জয় ডি সিলভা। দ্বিতীয় উইকেটে নিশাঙ্কা-ডি সিলভা করেন ২৬ বলে ৩৩ রানের জুটি। ডি সিলভাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্যাম কারান।

ডি সিলভার পর উইকেটে আসেন চারিথ আসালাঙ্কা। তবে আসালাঙ্কা ৯ বলে ৮ রান করে বিদায় নিয়েছেন। দ্রুত ২ উইকেট হারালেও এক প্রান্তে রানের চাকা সচল রাখেন নিশাঙ্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম ফিফটি তুলে নেন লঙ্কান এই ওপেনার। আর ফিফটি করা এই নিশাঙ্কাকে ফিরিয়েছেন আদিল রশিদ। এরপর শ্রীলঙ্কা যেমন নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে, তেমনি রান তোলার গতিও কমে গেছে। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা করে ৮ উইকেটে ১৪১ রান।

শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিশাঙ্কা। ৪৫ বলে ৬৭ রান করেন তিনি। ২টি চার এবং ৫টি ছক্কা হাঁকান লঙ্কান এই ওপেনার। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মার্ক উড।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ