হোম > খেলা > ক্রিকেট

হতাশায় চোখ ছলছল করছিল জাহানারার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪২ বলে ৪১ রান, হাতে ১০ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই মামুলি সমীকরণ। সিঙ্গেল খেলেও ম্যাচটি নিজদের কবজায় নিতে পারত বাংলাদেশ। এমন সহজ ম্যাচটি শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরেছে স্বাগতিকেরা! দলের পেসার সালমা খাতুনও তাই বলেছেন, ‘লক্ষ্য বড় ছিল না। বলের সমান রান দরকার ছিল।

যেহেতু সমানই ছিল রান রেট, আমরা এক-দুই করে নিয়ে এগিয়ে যেতে পারতাম। আরও বেশি সিঙ্গেল নিতে পারতাম। ইনিংসের শুরু থেকেই সেটা করতে পারতাম। শেষের দিকে এসে রানরেট যখন দ্বিগুণ হয়ে যায়, তখন আমরা বিগ হিটের জন্য যাইনি, সিঙ্গেলের জন্য খেলেছি।’ 

আজ জিতলেই নারী এশিয়ার কাপের সেমিফাইনাল নিশ্চত হয় যেত সালমা খাতুন-নিগার সুলতানাদের। এখন স্বাগতিকদের জন্য অপেক্ষা করছে অগ্নিপরীক্ষা। আগামীকাল রবিন রাউন্ড লিগে বাংলাদেশের শেষ ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে পা রাখতে পারবে বর্তমান এশীয় চ্যাম্পিয়নরা। হারলে বাজবে বিদায়ঘণ্টা। 

অবশ্য আজ জিতলে এত হিসেব-নিকাশের প্রয়োজন হতো না বাংলাদেশের। সহজ লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেন ব্যাটাররা। আর তাতেই হারাতে থাকেন দ্রুত উইকেট। অথচ পুরো ম্যাচে তাঁরা বাউন্ডারি হাঁকিয়েছে কেবল ১টি! বাজে শট আর দায়িত্বহীন ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হেরে মাশুল দিল বাংলাদেশ। এতে জাহানারাসহ পুরো দলই হতাশ। ছলছল চোখে সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘আজকের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচটা হেরে আমরা সবাই হতাশ।’ 

শ্রীলঙ্কার বিপক্ষে এক উইকেট পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শততম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন জাহানারা। এ অর্জন তাঁকে বেশ খুশি করতে পারেনি। কারণ দল হারের খারাপ লাগাটাই তাঁর মধ্যে কাজ করছে। ম্যাচ শেষে জাহানারা বলেছেন, ‘আমি নিজেও জানি না আমার শত উইকেট হয়েছে। একটু ভালো লাগা থাকলেও খারাপ লাগাটা বেশি। কারণ ঘরের খেলা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা। যদি কোনো কারণে সেমিফাইনালে মিস করি, আমাদের চেয়ে মনে হয় না অন্য কারো খারাপ লাগাটা বেশি কাজ করবে।’ 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ৭ ওভারে কেবল ৪১ রান। ১২ রানে ২ উইকেট হারালেও নিগার সুলতানা জ্যোতি-রুমানা আহমেদের ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে এগোতে থাকে বাংলাদেশ। ২৭ রান পর্যন্ত ছিল ৩ উইকেট। শেষ ২ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৪ রান। ইনোকা রানাভিরার ষষ্ঠ ওভারে বদলে যায় খেলার দৃশ্যপট। একটি রান আউটসহ ৪টি উইকেট পড়ে ওভারটিতে। ওই ওভারে বাংলাদেশ তুলতে পারে মাত্র ২ রান। ম্যাচ হারের টার্নিং পয়েন্টই ছিল এটি। 

 ৭ ওভারে ৭ উইকেটে ৩৭ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। ২ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার রানাভিরা। ৩৭ ছুঁই ছুঁই লঙ্কান স্পিনারের টি-টোয়েন্টিতে এটিই সেরা বোলিং ফিগার। এর আগে ২০১২ এশিয়া কাপে বাংলাদেশর বিপক্ষে ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট ছিল সেরা ফিগার। চলতি এশিয়া কাপের সবচেয়ে বয়স্ক এই ক্রিকেটারের এবারের আসরে শিকার ৯ উইকেট।

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন