হোম > খেলা > ক্রিকেট

ধর্মশালায় কার্ডিফের স্মৃতি ফেরাচ্ছে ইংলিশরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছিল ইংল্যান্ড। ফলে বিশ্বকাপে ভালোভাবে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচটি ইংলিশদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধর্মশালায় ঘুরে দাঁড়ানোর প্রথম কাজটা যেন দারুণভাবেই সারছেন ইংল্যান্ডের ব্যাটাররা।

বাংলাদেশের বিপক্ষে যেন কার্ডিফের স্মৃতি ফেরাচ্ছেন জনি বেয়ারস্টোরা। ২০১৯ বিশ্বকাপে কার্ডিফে ইংল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমে করেছিল ৬ উইকেটে ৩৮৬ রান। এবারও যেন সেই রকম কিছু করতে চলেছে তারা।

তবে ম্যাচের শুরু থেকে এখন পর্যন্ত সবকিছুই যেন কার্ডিফের মতোই। এবারও টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। শুরুটাও হলো গত বিশ্বকাপের মতোই। সেবার ওপেনিং জুটিতে বেয়ারস্টো ও জেসন রয় ১০০ ছাড়ানো জুটি গড়েছিলেন। এবারও তাই হলো, বেয়ারস্টো ও ডেভিড মালান ১১৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন। বেয়ারস্টো সেই ম্যাচেও করেছিলেন ফিফটি, আজও করেছেন ফিফটি (৫১)।

তবে কার্ডিফে ১২১ বলে ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন রয়। তাঁর জায়গায় আজ মালান খেলেছেন ১০৭ বলে ১৪০ রানের বিধ্বংসী এক ইনিংস। সেই ম্যাচে ইংল্যান্ডের ইনিংসে ছিল ১ সেঞ্চুরি ও ২ ফিফটি। ধর্মশালায়ও আজ এ পর্যন্ত ২ ফিফটি ও ১ সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটাররা। ৬৮ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রুট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪৪.৩ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’