হোম > খেলা > ক্রিকেট

আড়াই দিনেই শ্রীলঙ্কার রেকর্ড গড়া জয়

মাত্র আড়াই দিনেই ইনিংস ব্যবধানে গল টেস্ট জিতে নিল শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানে জিতেছে লঙ্কানরা। সিরিজেও তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। নিজেদের ইতিহাসে ইনিংসের সঙ্গে সর্বোচ্চ রান ব্যবধানে জয় এটি তাদের। এর আগে ২০০৪ সালে বুলায়াওতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ২৫৪ রানের জয়টিই ছিল লঙ্কানদের সর্বোচ্চ। 

টেস্ট মর্যাদা পাওয়ার পর ২০১৮ সাল থেকে আইরিশরা সাদা পোশাকে যে পাঁচটি ম্যাচ খেলেছে তার প্রত্যেকটিতেই হারল। প্রথমবার ইনিংস ব্যবধানের সঙ্গে এটিই তাদের সবচেয়ে বড় ব্যবধানে হার। চার সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে প্রথম ইনিংস ঘোষণা করা শ্রীলঙ্কার সঙ্গে কোনো লড়াই দেখাতে পারেনি সফরকারীরা। 

প্রভাত জয়াসূরিয়ার ঘূর্ণিতে দ্বিতীয় দিনেই হারটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল আয়ারল্যান্ডের। ইনিংস ব্যবধানে হারের যে চোখ রাঙানি সেটি আর উপেক্ষা করতে পারেনি তারা। প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যাওয়া আইরিশরা ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে করতে পারে ১৬৮ রান। 

দুই ইনিংস মিলিয়ে জয়াসুরিয়া একাই নেন ১০ উইকেট। যেখানে পঞ্চমবারের মতো ফাইফার (৫ উইকেট) পাওয়া লঙ্কান স্পিনার আইরিশদের প্রথম ইনিংস গুটিয়ে দেন ৭ উইকেট নিয়ে। টেস্টে দ্বিতীয়বার ১০ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে আয়ারল্যান্ড একটি ফিফটিরও দেখা পায়নি। সর্বোচ্চ ৪৫ রান করেছেন লোরকান টাকার, সেটিও প্রথম ইনিংসে। ২১ রান নিয়ে দিন শুরু করেন আইরিশ উইকেটরক্ষক। দ্বিতীয় ইনিংসে হ্যারি টেক্টর ৪২ রান করে যা একটু লড়াই করেছেন লঙ্কান ঘূর্ণির সামনে। তবে শেষ দিকে রমেশ মেন্ডিসের স্পিন সামলে আইরিশরা বেশিদূর এগোতে পারেনি। 

তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষের আগেই জয়টা হাতের মুঠোয় চলে আসে শ্রীলঙ্কার। চা বিরতির পর বাকি দুই উইকেট নিয়ে আয়ারল্যান্ড টিকে ছিল মাত্র ৪৯ বল। পুরো দিনে খেলা হয়েছে ৬১.৩ ওভার। সফরকারীরা প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষ করে ৪৫ ওভারে ৭ উইকেটে ১১৭ রান নিয়ে।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও