নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাটিতে আগামী বছরের ১৬ অক্টোবর শুরু হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোন কোন মাঠে সেই বিশ্বকাপ আয়োজন হবে তা জানিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সাত ভেন্যুর তালিকায় আছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি), মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি), ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড, অ্যাডিলেড ওভাল, হোবার্টের বেলরিভ ওভাল, পার্থ স্টেডিয়াম ও জিওলংয়ের কার্দিনিয়া পার্ক। টুর্নামেন্টে সব মিলিয়ে ৪৫টি ম্যাচ হবে এই সাত মাঠে। ৯ ও ১০ নভেম্বর সেমিফাইনাল হবে এসসিজি ও অ্যাডিলেড ওভালে। আর প্রথমবারের মতো এমসিজিতে বিশ্বকাপের ফাইনাল হবে ১৩ নভেম্বর।
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ নিউজিল্যান্ড ছাড়াও আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম আটে থাকা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সরাসরি সুপার টুয়েলভে খেলবে। প্রথম রাউন্ডে খেলবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া ও স্কটল্যান্ড। বাছাইপর্ব থেকে আসা আরও চারটি দল খেলবে প্রথম রাউন্ডে। এই আট দল থেকে সেরা চার দল খেলবে সুপার টুয়েলভে।