হোম > খেলা > ক্রিকেট

স্মিথের সেঞ্চুরির পর ইংল্যান্ডের বাজবল 

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই রেকর্ড গড়েন স্টিভ স্মিথ। আজ দ্বিতীয় দিনে করে ফেললেন সেঞ্চুরি। স্মিথের সেঞ্চুরির পর এবার বাজবল স্টাইলে ব্যাটিং করছে ইংল্যান্ড। 

প্রথম ইনিংসের ৫ উইকেটে ৩৩৯ রান নিয়ে অস্ট্রেলিয়া আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। স্মিথ ৮৫ রানে আর অ্যালেক্স ক্যারি ১১ রানে দিনের খেলা শুরু করেন। ক্যারি অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লু হয়ে ২২ রানে আউট হয়ে যান। ক্যারির পর উইকেটে এসে মিচেল স্টার্কও (৬ রান) দ্রুত বিদায় নিয়েছেন। 

ক্যারি, স্টার্কের দ্রুত বিদায়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৫৮ রান। দুই ব্যাটারের বিদায় হলেও স্মিথ এক প্রান্ত আগলে খেলতে থাকেন। ৯২তম ওভারের চতুর্থ বলে জেমস অ্যান্ডারসনকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ৯ হাজার রানের রেকর্ড (১৭৪ ইনিংসে) গতকাল করেন স্মিথ। তবে আজ সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। জশ টাংয়ের শিকার হয়ে ১১০ রান করেই ড্রেসিংরুমের পথ ধরেন স্মিথ। 

স্মিথের বিদায়ের পর দ্রুত গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৯৩ থেকে ৪১৬—২৩ রানেই শেষ ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্মিথের ১১০ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান করেন ট্রাভিস হেড। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন ওলি রবিনসন ও টাং। 

সফরকারীদের ৪১৬ রানের পর প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯১ রান। ক্রলিকে স্টাম্পিংয়ের ফাঁদে পেলে উদ্বোধনী জুটি ভাঙেন নাথান লায়ন। ৪৮ রান করেন ইংল্যান্ডের এই ওপেনার। ক্রলি না পারলেও ফিফটি তুলে নিয়েছেন ডাকেট। এখন পর্যন্ত ৩০ ওভারে ১ উইকেটে ১৪৫ রান করেছে ইংল্যান্ড। ৯২ বলে ৬২ রান করে অপরাজিত আছেন ডাকেট। আর পোপ ৪০ বলে ৩২ রানে ব্যাটিং করছেন। দ্বিতীয় উইকেটে ৭৩ বলে ৫৪ রানের অবিচ্ছেদ্য জুটি ডাকেট ও পোপের।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’