হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের কাছেও অসহায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও হারল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে কিউইরা।

আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৭ রানে শেষ হয়েছিল বাংলাদেশের ইনিংস। আঁটসাঁট বোলিংয়ে নিউজিল্যান্ড ব্যাটারদের দ্রুত রান তুলতে দেননি বাংলাদেশি বোলাররা। কিন্তু স্বল্প পুঁজি হওয়ায় সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৭০ রানের অপরাজিত ইনিংসে কিউইদের জয় সহজ করে দেন ওপেনার ডেভন কনওয়ে।

কনওয়ের ৪৯ বলের ইনিংসে ৭ চার ও এক ছক্কা। তৃতীয় উইকেটে এই বাঁহাতি ওপেনারের সঙ্গে জয়ের আনুষ্ঠানিকতা সারেন গ্রেন ফিলিপস। ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে কনওয়ে ও ফিল অ্যালেনের ওপেনিং জুটি থেকে ২৪ রান তুলে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১৬ রানে অ্যালেনকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান শরীফুল ইসলাম।

এরপর তিনে নেমে কনওয়ের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন। ৩০ রানে হাসান মাহমুদের বলে তাসকিন আহমেদকে ক্যাচ দিয়ে আউট হন উইলিয়ামস। আগে ব্যাটিং করে ব্যাটারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান করেন শান্ত। এজন্য অবশ্য ২৯ বল খরচ করেন এই বাঁহাতি ওপেনার। 

সংক্ষিপ্ত স্কোর 

বাংলাদেশ 
২০ ওভারে ১৩৭/৮ 
শান্ত ৩৩, ব্রেসওয়েল ২/১৪ 

নিউজিল্যান্ড 
১৭.৫ ওভারে ১৪২/২ 
কনওয়ে ৭০ *, হাসান ১/২৬

ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা : ব্রেসওয়েল

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের