হোম > খেলা > ক্রিকেট

অধরা জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

২০২৩ বিশ্বকাপে ১০ দলের মধ্যে একমাত্র শ্রীলঙ্কারই জয় পাওয়া বাকি। সেই অধরা জয়ের লক্ষ্যে লঙ্কানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

ধর্মশালায় কদিন আগে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে রূপকথার গল্প লিখেছিল নেদারল্যান্ডস। আগের ম্যাচের একাদশ নিয়েই ডাচরা আজ খেলতে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটো দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড। যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।

অন্যদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। পেসার লাহিরু কুমারার বদলে এসেছেন আরেক পেসার কাসুন রাজিথা। আর বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের বদলে এসেছেন লেগস্পিনার দুশান হেমন্ত। হেমন্তর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মাহিশ তিকশানা। পাশাপাশি ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা—এ দুই স্পিন বোলিং অলরাউন্ডারও থাকছেন।  অন্যদিকে রাজিথার সঙ্গে পেস আক্রমণে থাকছেন দিলশান মাদুশঙ্ক ও চামিকা করুণারত্নে। 

শ্রীলঙ্কার একাদশ:  
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারত্নে, মাহিশ তিকশানা, দুশান হেমন্ত, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা  

নেদারল্যান্ডসের একাদশ: 
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট