হোম > খেলা > ক্রিকেট

দুই দিন আগেই বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী পরশু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাবর আজম-নাজমুল হোসেন শান্তদের লড়াই। দুই দিন আগেই পেস আক্রমণে ঠাসা একাদশ ঘোষণা করেছে পিসিবি।

আবরার আহমেদকে প্রথম টেস্ট থেকে বাদ দেওয়ার পর অনেকটা স্পষ্ট হয়ে যায়, চার পেসার নিয়েই একাদশ গড়বে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলী—এই চার পেসারকে নিয়েই প্রথম টেস্ট খেলবে স্বাগতিকেরা। স্পিন আক্রমণ বলতে অলরাউন্ডার সালমান আলী আগা রয়েছেন পেসারদের সঙ্গে ঘূর্ণি জাদুর দায়িত্ব নিতে।

রাওয়ালপিন্ডি টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য জানিয়েছেন, পেস সহায়ক উইকেটই হবে। তবে ব্যাটিং সহায়ক হবে। হাথুরু বললেন, ‘পিন্ডির পিচ পেসারদের জন্য বেশি অনুকূল হবে মনে হচ্ছে, হয়তো ব্যাটারদের জন্যও। দলে খুব বেশি স্পিনারও নেই, সাম্প্রতিক সময়ে আমাদের পেসাররাও উন্নতি করেছে। আমাদের দুজন অলরাউন্ডার রয়েছে, যারা স্পিনও করতে পারে-সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ। আমরা মুহূর্তের ওপর ভিত্তি করে সব ঠিক করব।’

পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে বেশ শক্তিশালী বলা যায়—আব্দুল্লাহ শফিকের সঙ্গে ওপেনিং করবেন সায়েম আইয়ুব। অধিনায়ক শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে মিডল অর্ডার।

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান: 
আব্দুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলী।

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি