হোম > খেলা > ক্রিকেট

মাঠে হঠাৎ হেলিকপ্টার নামায় আতঙ্কিত তামিম-রাসেলরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নেটে ব্যাটিং অনুশীলন সারছিলেন আন্দ্রে রাসেল-তামিম ইকবালরা। মাশরাফি বিন মুর্তজা প্রস্তুতি নিচ্ছিলেন বোলিং শুরুর। অন্যরা ব্যস্ত ফিল্ডিংয়ে। এমন সময়ই এম এ আজিজ স্টেডিয়ামে নামল হেলিকপ্টারটি। ধুলো ওড়াতে ওড়াতে হেলিকপ্টারটি নামতে দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মিনিস্টার ঢাকার ক্রিকেটারদের মধ্যে। 

এ সময় সবাই অনুশীলন থামিয়ে অপেক্ষা করেন মাঠের এক প্রান্তে। ধুলো থেকে বাঁচতে কেউ কেউ হাত চেপে ধরেন নাকমুখে। 

পরে অবশ্য জানা গেল, হেলিকপ্টারটি নামার অনুমতি আগেই নেওয়া ছিল। অবশ্য হরহামেশাই এই স্টেডিয়ামে হেলিকপ্টার নামে। কখনো ভিআইপি, কখনো রোগী আনা-নেওয়ার ঘটনা ঘটে হেলিকপ্টারে। এবার হেলিকপ্টারটি নামল জরুরি ভিত্তিতে দুর্ঘটনায় আহত গুরুতর এক রোগীকে ঢাকায় নিয়ে যেতে। অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে আসা হয় মাঠের ভেতর। পরে হেলিকপ্টারটি সেই রোগীকে নিয়ে উড়াল দেয় গন্তব্যে। এরপর আবার অনুশীলন শুরু করেন তামিম-রাসেলরা। 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম জানিয়েছেন, মানবিক কারণে হেলিকপ্টারটিকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।

শামীম বলেন, হেলিকপ্টার নামার বিষয়টি আগেই ক্রিকেট বোর্ড ও ঢাকা দলকে জানানো হয়। তবে স্টেডিয়ামের পূর্বাংশে সেটি অবতরণের কথা থাকলেও পাইলট ভুল করে পশ্চিম পাশে অনুশীলনের কাছেই অবতরণ করেন। সে জন্যই কিছুটা আতঙ্ক তৈরি হয়। 

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ