হোম > খেলা > ক্রিকেট

ফিরলেন সালমা, বাদ পড়লেন জাহানারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের বিপক্ষে আগামী জুলাইয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই সিরিজের জন্য আজ ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে সুযোগ পাননি পেসার জাহানারা আলম। 

শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও ভারতের বিপক্ষে প্রাথমিক দলে ফিরেছেন অলরাউন্ডার সালমা খাতুন। তবে এবারও জায়গা হয়নি আরেক অলরাউন্ডার রুমানা আহমেদের। নারী ক্রিকেট দলের নতুন দায়িত্ব নেওয়া দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সজল চৌধুরীর দেওয়া এটাই প্রথম কোনো সিরিজের দল ঘোষণা। 

বোলিংয়ে সময়টা ভালো যাচ্ছে না জাহানারার। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন অনুজ্জ্বল। প্রথম ম্যাচে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট। পরের ম্যাচে ৪ ওভারে ৪৭ রান খরচ করে পান এক উইকেট। শেষ ম্যাচেও মার খেয়েছেন। ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। 

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ৮ ম্যাচে টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন সালমা। ব্যাট হাতেও রেখেছেন অবদান। ফর্মে ফেরায় সুযোগ পেয়েছেন দলে। তবে সেই সুযোগ হলো না রুমানার। এক সময় মেয়েদের দলের ব্যাটিং-বোলিংয়ের বড় ভরসা রুমানা নিজেকে হারিয়ে খুঁজছেন। শ্রীলঙ্কা সফরেও ছিলেন না তিনি। 

১১ বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন মেয়েরা। ভারতের বিপক্ষে ৯,১১ ও ১৩ জুলাই খেলবে টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর ১৬,১৯ ও ২২ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ওয়ানডে সিরিজ উইমেন্স সুপার লিগের অংশ। 

বাংলাদেশে নারী দলের প্রাথমিক দল:  নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোসতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।

মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর বিষয়ে কোনো কথাই হয়নি: বিসিবি সভাপতি

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

ব্যাটে-বলে সিলেটকে জেতালেন ‘জামাই’ মঈন আলী

জাতীয় দলে খেলতে কী করতে হবে আলিসকে

টানা হারে নোয়াখালীর দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করলেন সৌম্য

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

দুই বছর পর বিপিএলে ফিরেই ওয়াসিমের ফিফটি, নোয়াখালীর ছয় হার

‘আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক’

বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় আছেন দুই বাংলাদেশি