হোম > খেলা > ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শরীফুল-জয়ের পারফরম্যান্সে মুগ্ধ বিশপ

মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তাতে বড় অবদান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটার শরীফুল ইসলাম আর মাহমুদুল হাসান জয়ের। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দিতে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা শরীফুলের। আর ব্যাটিংয়ে আলো ছড়িয়ে জয়ের অপরাজিত ৭০ রানের ইনিংসে লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ। শরীফুল-জয়ের এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

ভারতকে হারিয়ে সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা জয় কমেন্ট্রি বক্স থেকে দেখেছেন বিশপ। জয়-শরীফুলের খেলার সঙ্গে তাই আগে থেকেই পরিচিত তিনি। সেই বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের জয়ের মুহূর্তে ধারাবিবরণী দেওয়া বিশপকে ছুঁয়ে গেছে শরীফুল-জয়ের পারফরম্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যারিবিয়ান কিংবদন্তি লিখেছেন, ‘নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে যুব বিশ্বকাপ জেতা সদস্য মাহমুদুল হাসান জয় ও শরীফুল ইসলামকে বাংলাদেশের হয়ে অবদান রাখতে দেখা দারুণ।’

বাংলাদেশ-নিউজিল্যান্ডের এই টেস্ট দারুণ উপভোগ করছেন বিশপ। তাঁর চোখে টেস্টের প্রথম দুই দিনই দারুণ খেলেছে বাংলাদেশ। বিশপ মনে করছেন, তৃতীয় দিন লড়াই জমিয়ে তুলবে কিউইরা। আরেক টুইটে তিনি লিখেছেন, ‘ম্যাচের ফলাফল এখনো বোঝা যাচ্ছে না, তবে বাংলাদেশ টেস্টে দারুণ দুটি দিন পার করল। যদিও নিউজিল্যান্ড তৃতীয় দিনে ঘুরে দাঁড়াবে। দারুণ লড়াই।’ 

ইংল্যান্ডের অপেক্ষা বাড়িয়ে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট