হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে জয়ে শুরু করলেন ধোনিরা

আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে আজ রাতে মুম্বাই ইন্ডিয়ানসকে ২০ রানে হারিয়েছে চেন্নাই। ধোনির জয়ের নায়ক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। 

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি মুম্বাই। 

লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে চেন্নাই। ৮৭ রানে যেতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এক প্রান্ত আগলে চেষ্টা করেছিলেন সৌরভ তিওয়ারি। কিন্তু তাঁর ৪০ বলে অপরাজিত ৫০ কেবল হারের ব্যবধানই কমিয়েছে। চেন্নাইয়ের হয়ে ডোয়াইন ব্রাভো নেন ২৫ রান দিয়ে ৩ উইকেট। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন দীপক চাহার। 

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়েরও। স্কোর বোর্ডে ২৪ রান যোগ হতে ফিরে যান ৪ ব্যাটসম্যান। তবে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ৫৮ বলে ৮৮ রানে লড়াইয়ের ভিত্তি পায় চেন্নাই। শেষ দিকে ৮ বলে ২৩ রানে ঝোড়ো ইনিংস খেলেন ব্রাভো। মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, এডাম মিলনে ও যাসপ্রীত বুমরা।

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি