নারী ক্রিকেটারদের জন্য মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মতে সচেতনতা তৈরি ও তাঁদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতেই মূলত বোর্ডের এই আয়োজন। নারী ক্রিকেটারদের পাশাপাশি বিসিবির ম্যানেজমেন্টদের জন্য ছিল এই ব্যবস্থা।
লিঙ্গ সংবেদনশীলতা ট্রেনিং প্রোগ্রাম নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বিসিবি। কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারসহ ৫১ নারী ক্রিকেটার উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। জাতিসংঘের নারী কর্মকর্তা ও জাতিসংঘ স্বীকৃত বাংলাদেশি ট্রেনাররা বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য এই অনুষ্ঠান পরিচালনা করছেন। বিসিবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এই ট্রেনিংয়ের বেশ কিছু ছবি পোস্ট করেছে। বিকেলে ৪৯ সেকেন্ডের যে ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা গেছে, দুই শিক্ষিকা প্রজেক্টরের মাধ্যমে নারী ক্রিকেটারদের ক্লাস নিচ্ছেন। জ্যোতি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তাররা মনোযোগ দিয়ে শুনছেন। কোনো প্রশ্ন থাকলে সেটা শুনে নিচ্ছেন। দেড় ঘণ্টা হয়েছে এই সেশন।
বিসিবির ম্যানেজমেন্টের কর্মকর্তাদের জন্যও আলাদা একটি সেশনের ব্যবস্থা করা হয়েছে। এই সেশনও ছিল দেড় ঘণ্টার। যৌন হয়রানিসহ নানা রকম অপ্রীতিকর ঘটনা কীভাবে এড়ানো যায়, সেটাই মূলত ছিল বিসিবিতে আজ অনুষ্ঠিত ট্রেনিংয়ের উদ্দেশ্য। কদিন আগে জাহানারা আলমের একাধিক সাক্ষাৎকারে সতীর্থ, অধিনায়ক, কোচিং স্টাফ, নির্বাচক ও বিসিবির নারী বিভাগের সাবেক প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো গুরুতর ও স্পর্শকাতর অভিযোগ এসেছে তাঁর সাক্ষাৎকারে। এই ঘটনার প্রেক্ষিতে বিসিবি প্রথমে তিন সদস্যের তদন্ত কমিটি করেছিল। পরে সেই কমিটিতে আরও দুজনকে যোগ করে বিসিবি।
জাহানারা যে অভিযোগ করেছেন, সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেটার ভিত্তিতেই বিসিবির আজকের প্রোগাম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক বিসিবির লিঙ্গ সংবেদনশীলতা ট্রেনিং প্রোগ্রামে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে:
নারী ক্রিকেটারদের জন্য সেশন
সময়: ১.৫ ঘণ্টা
অংশগ্রহণ: ২৫ ক্রিকেটার
আলোচিত বিষয়:
লিঙ্গ ভিত্তিক ইস্যু বোঝা
ধর্ষণ, হয়রানিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা সম্পর্কে ধারণা
কীভাবে রিপোর্ট করতে হবে
বিসিবির ম্যানেজমেন্টের জন্য সেশন
সময়: ১.৫ ঘণ্টা
অংশগ্রহণ করেছেন: ২৫ কর্মকর্তা
আলোচিত বিষয়:
যৌন হয়রানি নিয়ে সরকারি নির্দেশনা
কোনো সংগঠনের পলিসিগত ব্যাপার
লিঙ্গ ভিত্তিক ইস্যু নিয়ে আলোচনা
কর্মক্ষেত্রের আচার-আচরণ