মিরপুর টেস্টের দুই দিন শেষেই টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এর মধ্যে আয়ারল্যান্ডের ৪ উইকেট ফেলে দিয়েছে স্বাগতিকেরা। আয়ারল্যান্ডের রান ২৭। আইরিশরা এখনো পিছিয়ে আছে ১২৮ রানে।
বাংলাদেশকে ৩৬৯ রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় দিনের শেষ সেশনের শেষ ভাগে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। সাকিব আল হাসান-তাইজুল ইসলামদের সামনে দাঁড়াতেই পারেননি আইরিশ ব্যাটাররা। আইরিশদের দ্বিতীয় ইনিংসের চতুর্থ বলেই ওপেনার জেমস ম্যাককালামকে এলবিডব্লউর ফাঁদে ফেলেন সাকিব।
চতুর্থ ওভারে আরেক ওপেনার মারে কমিন্সকে আউট করেন তাইজুল। কামিন্সকেও এলবিডব্লিউ করেন তাইজুল। তিনে নামা আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিকে বোল্ড করে ফেরান তাইজুল। ১২ বলে ৩ রান করেন বালবির্নি। আইরিশদের চতুর্থ শিকার সাকিবের হাতে। কার্টিস ক্যাম্ফারকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশ অধিনায়ক।