হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম ম্যাচে বড় হার, দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজ সমতায় ফিরেছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে শেষ পর্যন্ত সিরিজ জয় আর সম্ভব হয়নি। ডাম্বুলায় আজ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে  শ্রীলঙ্কা ইমার্জিং দলের কাছে ৫ উইকেটে হেরেছে পারভেজ হোসেন ইমনের দল। 

বাংলাদেশের দেওয়া ২২৪ রানের লক্ষ্য ৩১.২ ওভারেই তাড়া করেছে শ্রীলঙ্কা। এলবিডব্লিউর ফাঁদে শ্রীলঙ্কার স্কোরে কোনো রান জমা হওয়ার আগেই ওপেনার সোহান ডি লিভেরাকে ফেরান পেসার রিপন মণ্ডল। এরপরই ম্যাচের ভাগ্য ভাগিয়ে নেয় লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে শেভন ড্যানিয়েল ও পবন রত্নায়েকের ৮১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে স্বাগতিকেরা। ১০ম ওভারে ড্যানিয়েলকেও (২৭) ফেরান রিপন। 

তৃতীয় উইকেটে রত্নায়েক ও নভোদ পারানাভিতানার ১১৩ রানের জুটিতে সহজ জয় পায় শ্রীলঙ্কা। ৫৬ বলে ৮৫ রানের অসাধারণ এক ঝোড়ো ইনিংস খেলেছেন রত্নায়েক। ৪৭ রান আসে পারানাভিতানার ব্যাট থেকে। বাংলাদেশের পেসার রিপন শিকার ৩ উইকেট। 

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫৭ রানের ওপেনিং জুটিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। দুই ওপেনার—ইমন ৩২ ও প্রীতম কুমার ৩৫ রানে ফিরেছেন। এরপর শাহাদাত হোসেন ৭৯ ও মাহমুদুল হাসান জয় করেছিলেন ৩৭ রান। এ ছাড়া বাকি ব্যাটাররা ভালো অবদান রাখতে ব্যর্থ হয়েছেন। ফলে ৪৭ ওভারে ২২৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন