হোম > খেলা > ক্রিকেট

পিএসএল দিয়েই ফিরবেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পিএসএল দিয়েই কি ফিরবেন সাকিব আল হাসান। ছবি: ফাইল ছবি

রাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান। তবে সাকিবকে আবার মাঠে কবে দেখা যাবে, এই অপেক্ষায় হয়তো ভক্তরা।

তবে আশার খবর, দ্রুতই ব্যাট-বল হাতে দেখা যাবে সাকিবকে। সম্প্রতি দুবাইয়ে এই অলরাউন্ডারকে দেখা নেটে ঘাম ঝরাতে। প্রশ্ন থেকেই যাচ্ছিল কোথায় খেলার জন্য এমন প্রস্তুতি তাঁর? ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হতেই আইপিএল ও পিএসএল আবার চালু হচ্ছে একসঙ্গে। এরই মধ্যে বিদেশি ক্রিকেটাররা ছেড়ে গেছেন ভারত-পাকিস্তান। জাতীয় দলের ডিউটি থাকায় কেউ কেউ আবার আইপিএল-পিএসএলের বাকি অংশ খেলতে পারবেন না। দু’দেশেরই ফ্র্যাঞ্চাইজিগুলো পড়েছে বিদেশি খেলোয়াড় সংকটে। সেই ঘাটতি পূরণে ক্লাবগুলো ছুটছে বিকল্প খোঁজে।

সাকিব আল হাসানকে ভেড়াচ্ছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। দুবাইয়ে তাঁর প্রস্তুতি যে চলছিল, সেটাও এই কারণেই। খুব শিগগিরই সাকিবকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে কালান্দার্স।

পিএসএলে সাকিবের অভিষেক হয়েছিল ২০১৬ সালে, করাচি কিংসের হয়ে। এর আগেও লাহোরের হয়ে খেলেছেন। খেলেছেন পেশোয়ার জালমির হয়েও। চলতি পিএসএলে লিগ পর্বে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করেছে লাহোর। টেবিলের ৪ নম্বরে তারা। বাকি আছে আরও একটি ম্যাচ। সুযোগ আছে শেষ চার নিশ্চিত করার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক