হোম > খেলা > ক্রিকেট

সিরিজ বাঁচাতে বাংলাদেশের দরকার ১৩৬ রান

শুরুর ধাক্কা সামলে জিম্বাবুয়েকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। ষষ্ঠ উইকেটে এই দুজনের ৮০ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে সংগ্রহ দাঁড় করায় ৮ উইকেটে ১৩৫ রান। সিরিজ বাঁচাতে বাংলাদেশের দরকার ১৩৬  রান। 

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের টপ অর্ডার। দলীয় ৩১ রানে হারায় ৫ উইকেট ক্রেইগ আরভিনের দল। সবগুলো উইকেটই নেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেকের ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়েকে পরে পথ দেখিয়েছেন রাজা ও বার্ল। এই দুজনের ৮০ রানের জুটিতে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে।

১১১ রানের সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট নিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। ৩২ রান করা বার্লকে বোল্ড করেন হাসান। বার্ল আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি রাজাও। পরের ওভারেই মোস্তাফিজের বলে মুনিম শাহরিয়ারের হাতে ধরা পড়েন রাজা। এর আগে ৫৩ বলে ৬২ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটার। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ইনিংস থামে ৮ উইকেট ১৩৫ রানে।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা