হোম > খেলা > ক্রিকেট

সোহানের সেঞ্চুরিতে শেখ জামালের জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেষ দুই ওভারে দরকার ২৩ রান। উইকেটে সেঞ্চুরিয়ান নুরুল হাসান সোহান। রূপগঞ্জ টাইগার্সের ২৫২ রান তাড়ায় ৮১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে অনেকটা একাই জয়ের পথে রাখেন সোহান। ৪৯তম ওভারের প্রথম বলেই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে চার। দ্বিতীয় বলে স্কয়ার লেগের ওপর দিয়ে হাওয়ায় ছক্কা। 

মাঝে এক বল ডট দিয়ে চতুর্থ বলে চার। পঞ্চম-ষষ্ঠ বলে টানা দুই ছক্কা। রূপগঞ্জ টাইগার্সের হাত থেকে ম্যাচটা এক প্রকার ছিনিয়ে নিয়ে শেখ জামালকে চার উইকেটে জয় এনে দিয়ে সোহানের মুষ্টিবদ্ধ উদযাপন। 

তবে কাজটা সহজ ছিল না সোহানের। রূপগঞ্জ টাইগার্সের ২৫২ রান তাড়ায় ৮১ রানেই ৫ উইকেট হারায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল শেখ জামাল। স্রোতের বিপরীতে মেহেদী হাসান মিরাজকে নিয়ে দাঁড়িয়ে যান সোহান। দুজনের জুটি থেকে আসে ১৩৪ রান। ব্যক্তিগত ৪৩ রানে রানআউট হয়ে ফেরেন মিরাজ। তবে হাল ছাড়েননি সোহান। কড়া রোদে খা খা গ্যালারীতে গলা ফাটিয়েছেন শেখ জামাল একাডেমির শ-খানেক দর্শক। সোহান-সোহান গর্জনে যেন আরও তাতিয়ে দেয় তাঁকে। শেষ পর্যন্ত উইকেটে থেকে ১০ চার ও ৫ ছয়ে ১১৮ বলে ১৩২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান। 

এর আগে জাকির হাসানের ৭৫, পাকিস্তানি ব্যাটার সাদ নাসিমের ৫০ ও শেষ দিকে নাসুম আহমেদের ১৭ বলে ২৭ রানের ইনিংসের লড়াকু পুঁজি পায় রূপগঞ্জ টাইগার্স। ১০ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন মোহামেডান থেকে শেখ জামালে নাম লেখানো অফ স্পিনার মিরাজ। 

এ জয়ে শিরোপার আরও কাছে গেল শেখ জামাল। ১২ ম্যাচে দলটির পয়েন্ট সর্বোচ্চ ২২। সমান ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ