হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশকে এবার হালকাভাবে নেবে না ভারত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে ধবলধোলাই করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই সিরিজ শেষ হতে না হতেই আবার ভারত সিরিজে নামতে হচ্ছে বাংলাদেশ। ভারত সিরিজের আগে পাকিস্তানকে ধবলধোলাই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশকে অনেক আত্মবিশ্বাসী করেছে বলে মনে করেন জাকের আলী অনিক।

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ চলার সময়ই রবীচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়নারা ভারতকে হুঁশিয়ার করেছিলেন বাংলাদেশের ব্যাপারে। ভারত যেন বাংলাদেশকে হালকাভাবে না নেয়, সেটাই ছিল অশ্বিন ও রায়নার বক্তব্য। তাঁদের (অশ্বিন-রায়না) কথার প্রতিধ্বনিই যেন আজ শোনা গেল জাকেরের কণ্ঠে। মিরপুরে আজ দুপুরে ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্পের ফাঁকে সংবাদমাধ্যমকে জাকের বলেন, ‘আমরা এখন ভারত সিরিজের জন্য সাদা বলের জন্য অনুশীলন করেছি। পাকিস্তানের সঙ্গে আমরা দারুণ একটা সিরিজ জয় করেছি। এই জয় দারুণ অনুপ্রেরণা আমাদের সবার জন্য। সবাই দারুণ ভালো খেলেছে। ভারতও এবার আমাদের হালকাভাবে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছে ভারতের সাবেক ক্রিকেটাররা।’

বড় দলের বিপক্ষে জিততে পারলে দলের পাশাপাশি ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আসে বলে উল্লেখ করেছেন জাকের। বাংলাদেশের তরুণ ক্রিকেটার বলেন, ‘লাল কিংবা সাদা বলে খেলা হোক না কেন। যখন দল হিসাবে বড় দলের বিপক্ষে বড় পারফরম্যান্স করে দল, তখন অন্য রকম একটা আত্মবিশ্বাস তৈরি হয়। আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে ভারতে জেতার জন্য যাব। আমাদের মানসিকতাই এখন এমন—আমরা জেতার জন্য যাব। ভারত সিরিজে আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন সেরা সাফল্য করে আসতে পারি।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজে শান্তর সাহসী অধিনায়কত্বেও মুগ্ধ জাকের, ‘আপনারা দেখেছেন শান্ত কত দারুণ অধিনায়কত্ব করেছেন। সিরিজের এই ফলাফলই তার প্রমাণ। শান্ত সিরিজে বেশ কিছু ঝুঁকি নিয়েছেন। আপনি যখন অধিনায়ক হিসাবে ঝুঁকি নেবেন, তখন ফল আপনার পক্ষে আসতেও পারে আবার নাও পারে। তবে বেশির ভাগ সময় ইতিবাচক বিষয়গুলোই ঘটে দলের জন্য। তবে ঝুঁকি নেওয়ার সাহসটাই থাকা উচিত একজন অধিনায়কের। যেটা শান্তর আছে।’

সবচেয়ে কম খরুচে রিশাদ, ১৪ বছর পর ওয়ার্নারের সেঞ্চুরি

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

‘মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ‘প্রতিবাদ’ জানাবে বিসিবি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

সমালোচকদের একহাত নিলেন মাহমুদউল্লাহর স্ত্রী

ধুন্ধুমার শুরুর পর সিলেটে রানখরা

‘খলনায়ক’ রিয়াদের ব্যাটেই জিতল রংপুর

২ ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রেমার

কারা আছেন বাংলাদেশের যুব বিশ্বকাপ দলে