হোম > খেলা > ক্রিকেট

২০২২ বিশ্বকাপ জিতবে পাকিস্তান, বললেন আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য দেখিয়েও ম্যাথু ওয়েডের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৫ উইকেটে হেরেছে তারা। ফাইনালে উঠতে না পারলেও শহীদ আফ্রিদি মনে করেছেন এই ধারাবাহিকতা পাকিস্তান দল ধরে রাখলে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে পাকিস্তান।

আফ্রিদি বিশ্বাস করেন পাকিস্তানের এই দলটি আগামী বছরই বিশ্বকাপ জিততে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক এই পাকিস্তানি অধিনায়ক লিখেছেন, ‘দারুণ লড়াই করেছ ছেলেরা, আমাদের গর্বিত করেছ। টুর্নামেন্ট জুড়ে দারুণ প্রচেষ্টা ছিল। অস্ট্রেলিয়াও ভালো খেলেছে। আমার মনে হয় এই দল আগামী বছর বিশ্বকাপ জিততে পারে। আমাদের সবার উচিত এই দলের পাশে থাকা।’

দলকে ফাইনালে তুলতে না পারলেও সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন বাবর আজম। এখান থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসারও প্রতিশ্রুতি দেন পাকিস্তান অধিনায়ক, ‘সবাই মাথা উঁচু রাখ। তোমরা সত্যিকারের চ্যাম্পিয়নের মতো খেলেছ। আমরা এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি আমরা আরও শক্তিশালী হয়ে আসব।’

রেকর্ড গড়ে ১০ হাজারি ক্লাবে স্মৃতি মান্ধানা

১৩ দিনেই শেষ ৪ টেস্ট, অস্ট্রেলিয়ার ক্ষতি ২০৫ কোটি

বিপিএল খেলেই পাকিস্তানে পরিচিত পেয়েছেন নাফি

শান্ত এবার ‘জবাব’ দিচ্ছে, বলছেন রাজশাহীর কোচ

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরীফুল, এখন কী অবস্থা

‘মোস্তাফিজ খুবই আন্ডাররেটেড’

বিদেশের লিগে বাংলাদেশের আরও ক্রিকেটার চান মোস্তাফিজ

চমক দেখিয়ে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

সিলেটের কাছে নোয়াখালী কোথায় হারল, অঙ্কনের ব্যাখ্যা

সাঙ্গাকারার টোটকাতেই সাকিবের বাজিমাত