হোম > খেলা > ক্রিকেট

শেষ মুহূর্তে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের ভেন্যু বদলের কারণ কী

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। দুই ম্যাচের টেস্ট সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, তখন জানানো হলো ভেন্যু বদলের কথা। করাচির পরিবর্তে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।  

স্টেডিয়ামের সংস্কারকাজ চলার কারণে করাচি থেকে দ্বিতীয় টেস্ট সরানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভেন্যু বদলের কথা জানিয়েছে। ভেন্যু বদলের ব্যাখ্যায় পিসিবি বলেছে,  ‘নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির ব্যাপারে নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলার সময় নির্মাণকাজ হলে সেটার শব্দ ঝামেলায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারক ও গণমাধ্যমকেও সমস্যায় ফেলবে।’

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। আইসিসি এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি ঠিকই। তবে ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে পিসিবি অনেক আগেই লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এই তিন ভেন্যুর নাম প্রস্তাব করেছে। আইসিসির ইভেন্টটি আয়োজন করতে তারা যে কতটা দৃঢ়প্রতিজ্ঞ, সেটা করাচির সংস্কারকাজ দেখলেই বোঝা যাচ্ছে।  ১৪ আগস্ট পিসিবি জানিয়েছিল,  করাচিতে ৩০ আগস্ট শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে। এখন তো দর্শকবিহীন মাঠে হওয়ার কোনো সুযোগই নেই। 

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। একই মাঠেই হচ্ছে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ