হোম > খেলা > ক্রিকেট

হঠাৎ উধাও মিরাজের ফেসবুক পেজ

তানজিম হাসান সাকিবকে সমর্থন জানিয়ে গতকাল ফেসবুকে এক পোস্ট দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্ট কয়েক ঘণ্টা পর অবশ্য মুছেও ফেলেন তিনি।

কী কারণে পরে পোস্টটি মিরাজ মুছে ফেলেছেন সেটি জানা যায়নি। তবে পোস্ট সরিয়ে নেওয়ার পর আরও বড় ঘটনা ঘটে। পোস্টের মতো বাংলাদেশি অলরাউন্ডারের অফিশিয়াল পেজও এখন উধাও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরাজের পেজ এখনো পাওয়া যাওয়া যাচ্ছে না। অবশ্য মধ্যরাতে আজকের পত্রিকাকে তিনি জানিয়েছিলেন, এখন সবকিছু ঠিক আছে। রাত ১টার দিকে তিনি বলেন, ‘ফেসবুক পেজ এখন ঠিক আছে। আর কোনো সমস্যা নাই।’

নিজের ফেসবুক পেজের বিষয়ে রাতে নিশ্চিত করলেও এখন অবশ্য মিরাজের পেজ গায়েব। নিজে ‘আনপাবলিশড’ করেছেন নাকি অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে সেটি আর জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মিরাজের পেজটি হয়তো রিপোর্ট করে ব্লক করে দেওয়া হয়েছে।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া তরুণ পেসার তানজিম সাকিবের পাশে দাঁড়িয়ে যখন পোস্ট দিয়েছিলেন তখন মিরাজের সেই পোস্ট নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক মন্তব্য পাওয়া যায়। এরপর যখন কয়েক ঘণ্টার মধ্যে তিনি পোস্টটি মুছে ফেলেন তখন তাঁর পুরোনো পোস্টগুলোয় নেতিবাচক মন্তব্য করেন নেটিজেনরা। সঙ্গে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা রিপোর্ট করার কারণে হয়তো ব্লক করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া